সংবাদসংস্থা মুম্বই : বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় চতুর্থবার বড়পর্দায় হাজির হতে চলেছেন বলি অভিনেতা বরুণ ধাওয়ান। ইতিমধ্যেই শেষ হয়েছে রোমান্টিক কমেডি ঘরানার ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক্ হোনা হ্যায়'-এর প্রথম ভাগের শুটিং। আর তার মধ্যেই ঘটে গেল অঘটন। পাঁজরে গুরুতর চোট পেলেন বরুণ। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, শুটিং চলাকালিন একটি দৃশ্যের জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়েই অভিনেতা ঘটান এই বিপত্তি।

রমকম ঘরনার এই ছবিতে ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়াতে দেখা যাবে অভিনেতাকে। তাঁর বিপরীতে থাকছেন দুই নায়িকা ম্রুণাল ঠাকুর ও শ্রীলীলা। এই ছবির সুবাদেই বলিপাড়ায় পা রাখতে চলেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রী।

মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে কুবরা শেঠ এবং মণীশ পলের সঙ্গে দমফাটা এক হাসির দৃশ্যের শুট ইতিমধ্যেই সেরে ফেলেছেন বরুণ। আপাতত এই চোটের কারণে কিছুদিনের বিরতি নেবেন তিনি। এরপরেই শুরু করবেন 'সানি সংস্কারি কি তুলসি কুমারী' ও অ্যাকশন থ্রিলার 'বেবি জন'-এর শুটিং।