সংবাদসংস্থা মুম্বই: ছবির প্রথম ঝলক মুক্তি পেতেই নড়েচড়ে বসেছিল নেটপাড়া। একে অ্যাকশন ঠাসা ছবি, তার উপর জুড়ে রয়েছে বরুণ ধাওয়ান এবং অ্যাটলির নাম। ছবির নাম 'বেবি জন'। 'জওয়ান'-এর পর বলিউডে এটি দ্বিতীয় ছবি অ্যাটলির। তবে পরিচালক হিসাবে নয়, বরং এই ছবির অন্যতম সহ-প্রযোজক হিসাবে দায়িত্ব সামলেছেন অ্যাটলি। ছবিতে বরুণ ছাড়াও প্রধান ভূমিকায় রয়েছেন কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, সানিয়া মালহোত্রা এবং জ্যাকি শ্রফ। ছবির পরিচালক কালেশ।

চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি 'বেবি জন'-এর ঝলক প্রকাশ করে জানানো হয়েছিল, মে মাসে মুক্তি পাবে এই ছবি। কিন্তু নানা কারণে পিছিয়ে যায় ছবির কিছু অংশের শুটিং। একাধিক সমস্যা দেখা দেয় শুটিং পরবর্তী ছবি সংক্রান্ত কাজেও। সব মিলিয়ে পিছিয়ে যায় ছবিমুক্তির তারিখ। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি ঠিক করে ফেলা হয়েছে মুক্তির নতুন তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী ২ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে 'বেবি জন'। অন্যদিকে, ওই একই তারিখে মুক্তি পেতে চলেছে গুজরাতের গোধরা কাণ্ডের উপর তৈরি ছবি 'দ্য সবরমতী রিপোর্ট '। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রান্ত ম্যাসি এবং রাশি খান্নাকে। অবশ্য একই তারিখে বড়পর্দায় এই দুই ছবি মুখোমুখি হলেও লাভ হবে দু'পক্ষেরই, আশা ছবি ব্যবসায়ীদের। তাঁদের মতে, অ্যাকশন ছবিতে বরুণকে বরাবরই গ্রহণ করেছেন দর্শক। অন্যদিকে, 'টুয়েলভথ ফেল'-এর পর বিক্রান্তের বাজার বেশ চাঙ্গা।

প্রসঙ্গত, ২০১৬ সালে অ্যাটলির পরিচালনায় জনপ্রিয় তামিল ছবি 'থেরি'র হিন্দি রিমেক 'বেবি জন'। সেই ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল দক্ষিণী তারকা বিজয়, সামান্থা এবং অ্যামি জ্যাকসনকে। 'বেবি জন'-এ বিজয় অভিনীত সেই চরিত্রেই দেখা যাবে 'বদলাপুর'-এর‌ নায়ককে।