তারকাদের জন্য ভ্যানিটি ভ্যান, লাইভ কিচেন, এমনকী  তাঁদের ব্যক্তিগত ড্রাইভার বা ঘরোয়া সাহায্যকারীদের বেতন পর্যন্ত প্রযোজকদের দিয়ে দেওয়ানো হচ্ছে বলে বলিপাড়ায় অভিযোগ বহুদিনের। সম্প্রতি, এই বিষয়ে সরব হলেন আমির খান। তোপ দাগলেন এহেন কীর্তিমান বলি-তারকাদের উদ্দেশ্যে।   তারকাদের এই প্রবণতাকে আমিরের আখ্যা “লজ্জাজনক ও ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর”।

ভ্যানিটি ভ্যান থেকে জিম ট্রেনার— অতিরিক্ত খরচের বোঝা প্রযোজকদের ঘাড়ে চাপানো লজ্জাজনক, বলি-তারকাদের কড়া সমালোচনায় আমির।  প্রযোজকদের ঘাড় ভেঙে বলিউডে তারকাদের বাড়াবাড়ি রকমের বিলাসিতা নিয়ে রাখঢাক না রেখেই এবার মুখ খুললেন আমির খান। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট জানালেন— অনেক তারকা আছেন যাঁরা প্রযোজকদের ঘাড়ে এমন সব খরচ চাপিয়ে দেন, যার সঙ্গে সিনেমা বানানোর কোনও যোগই নেই। যদিও এবার আমিরের সম্পূর্ণ উল্টো মন্তব্য করে বসলেন বরুণ ধাওয়ান। তারকাদের ওই কীর্তিকে খোলা গলায় সমর্থন জানালেন তিনি! 


মুম্বইয়ে সোমবার মহাসমারোহে মুক্তি পেল ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’-র ট্রেলার। সেখানেই বলিউড তারকা বরুণ ধবন খোলাখুলি বললেন অভিনেতাদের এই ‘বাড়তি খরচ’ নিয়ে চলা বিতর্কে। সোজাসুজি জানালেন, দায় কেবল অভিনেতাদের ঘাড়ে চাপানো যায় না, প্রযোজকরাও অনেক সময় দায়িত্ব এড়িয়ে যান।

বরুণের কথায়, “ধর্মা প্রোডাকশনের সঙ্গে কাজ করলে মনে হয় এটা আমার নিজের বাড়ি। ওরা সবসময় অভিনেতাদের পাশে থাকে। আমার চারজন সহযোগী আছেন, ম্যানেজারকে কোনওদিন শ্যুটিং সেটে আনি না। কারণ বাবা (পরিচালক ডেভিড ধাওয়ান) ছোটবেলা থেকে শিখিয়েছেন, প্রযোজকদের স্বার্থটাই আগে দেখতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আজকের দিনে প্রযোজকরাই সবচেয়ে বেশি ঝুঁকি নেন। আগে দেখেছি প্রযোজকরা সর্বস্ব হারিয়েছেন, বাড়ি বিক্রি করতে হয়েছে। ছবিটা একসঙ্গে বানানো জরুরি। শুধু অভিনেতাদের দোষ দিয়ে লাভ নেই। যদি কোনও অভিনেতা উদ্ধত হন, তবে প্রযোজকই ঠিক করুন তাঁর সঙ্গে কাজ করবেন কি না।”

 সম্প্রতি পরিচালক সঞ্জয় গুপ্ত ফাঁস করেছিলেন, বলিউডে এমন অভিনেতাও আছেন যারা সেটে নাকি ছ’টি ভ্যানিটি ভ্যান চান। আবার কোনও কোনও তারকা দম্পতি নাকি ১১টি ভ্যানের দাবি তোলেন, যার মধ্যে আলাদা ‘কিচেন ভ্যান’-ও থাকে। এর আগে রাকেশ রোশন এবং ফারাহ খানও অভিনেতাদের বাড়তি খরচে প্রযোজকদের মাথাব্যথার কথা জানিয়েছিলেন।

শশাঙ্ক খৈতান পরিচালিত এই রোমান্টিক ড্রামা প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশনস ও মেন্টর ডিসাইপল এন্টারটেইনমেন্ট। ছবিতে বরুণের পাশাপাশি রয়েছেন জাহ্নবী কাপুর, সানিয়া মালহোত্রা, রোহিত সরাফ, মনীশ পল ও অক্ষয় ওবেরয়। মুক্তি পাচ্ছে আগামী ২ অক্টোবর।

 

 

প্রসঙ্গত, আমির আরও যোগ করেন, আরও যোগ করেন, আদর্শ পরিস্থিতিতে প্রযোজককে শুধুই শিল্পীর প্রোডাকশন খরচ বহন করতে হবে— যেমন রূপসজ্জা, রূপটান, কেশসজ্জা, পোশাক। বাকি ব্যক্তিগত চাহিদা শিল্পীর নিজেরই সামলানো উচিত।

আমিরের অভিযোগ, অনেকেই নিজেদের তারকাখ্যাতি ব্যবহার করে প্রযোজকদের উপর চাপ তৈরি করেন। এতে বাজেট ফুলে ফেঁপে ওঠে, আর শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় গোটা ইন্ডাস্ট্রি। “এটা ইন্ডাস্ট্রির জন্য ভীষণ ক্ষতিকর অভ্যাস,” তিনি সাফ জানিয়ে দেন। কাজের দিক  থেকে, আমিরকে শেষ দেখা গেছে ‘সিতারে জমিন পর’ ছবিতে। ২০০৭-এর ব্লকবাস্টার ‘তারে জমিন পার’-এর আধ্যাত্মিক সিক্যুয়েল বলা হচ্ছে একে। ছবিটি আসলে ২০১৮ সালের স্প্যানিশ ফিল্ম ‘চ্যাম্পিয়ন্স’-এর অফিসিয়াল রিমেক।