নিজস্ব সংবাদদাতা, মুম্বই: পোশাক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট, সবেতেই চর্চার কেন্দ্রে থাকেন তিনি। আজব ফ্যাশনের নজির গড়ে সোশাল মিডিয়ায় সবসময়ই ভাইরাল উরফি জাভেদ। তবে শুধুই ফ্যাশন নয়, তিনি যা বলেন, তাও হু হু করে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। ঠিক যেমন নিজের শো ‘ফলো করলো ইয়ার’-এর প্রচারে এসে ফের এক বোমা ফাটালেন উরফি। যা শুনে নেটাগরিকদের চক্ষু চড়কগাছ!
 
সদ্য একটি ওটিটি প্ল্যাটফর্মে উরফিকে নতুন এক রিয়্যালিটি শো-এ দেখা যাচ্ছে। ‘ফলো করলো ইয়ার’ নামে সেই শো-এর প্রচারে অভিনেত্রী প্রকাশ্যে জানান যে তিনি গত তিন বছর কোনও শারীরিক সম্পর্কে জড়াননি। যার নেপথ্যে থাকা বিশেষ কারণ নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, অভিনেতা অর্জুন কাপুরেক নিয়েও সুপ্ত বাসনার কথা বলেন উরফি জাভেদ।

ওই শো-তে উরফির ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চান তাঁর বোনেরা। কোনও পুরুষকে তাঁর ভাল লেগেছে কিনা, কিংবা কারও সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন কিনা-এই নিয়ে উরফিকে জিজ্ঞেস করেন তাঁরা। যার উত্তরে উরফি বলেন, “প্রায় তিন বছর কোনও পুরুষের সঙ্গে সঙ্গম করিনি। এমনকী কোনও পুরুষকে চুমু খাইনি। এর পিছনে একটি বিশেষ কারণ রয়েছে তা হল, আমি নিজেকে কথা দিয়েছি। যতদিন না আমার নিজস্ব জেট প্লেন হবে, ততদিন আমি সঙ্গমে লিপ্ত হব না! এখন তারই অপেক্ষায় রয়েছি।”

উরফি আরও জানান, অভিনেতা অর্জুন কাপুরকে তিনি খুবই পছন্দ করেন। দু’একবার অর্জুনের সঙ্গে তাঁর পার্টিতে দেখা হয়েছে। তবে অর্জুন অবশ্য উরফির মনের কথা জানেন না। অভিনেত্রীর কথায়, “আমার মাথায় ওঁকে দেখলে কী চলতে থাকে ও কল্পনাও করতে পারবে না! এক পার্টিতে মনে সাহস জুগিয়ে ওঁর সঙ্গে কথা বলেছিলাম।” যদিও অর্জুনের প্রতি ঠিক কী সুপ্ত বাসনা রয়েছে, তা অবশ্য প্রকাশ করেননি উরফি। 

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসবের চেয়ে ‘অদ্ভূত’ পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিয়েই সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চায় থাকেন তিনি।