নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহে টিআরপি তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'ফুলকি'। এই মুহূর্তে অনস্ক্রিন 'ফুলকি' আর 'রোহিত'-এর কেমিস্ট্রি মনে ধরেছে দর্শকের। কিন্তু এবার শুধু রোম্যান্স নয়। জুটিতে সমস্যার সমাধান করবে 'ফুলকি'-'রোহিত'।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি জমজমাট প্রোমো। ওই প্রোমোতে দেখা যায় 'পারমিতা' আর 'অংশুমান'-এর বিয়েতে দারুণ মজা করছে গোটা পরিবার। তবে মণ্ডপে বিয়ের কনে আসার সময় তাঁকে আর খুঁজে পাওয়া যায়না।
রোহিতের জেঠিমা 'হৈমন্তী', 'পারমিতা'কে কোনওভাবে অজ্ঞান করে একটি ঘরে আটকে রাখে। এদিকে 'পারমিতা'কে না খুঁজে পেয়ে বিয়ের মন্ডপে হুলস্থূল কান্ড পড়ে যায়।
এদিকে, 'ফুলকি' এসে 'হৈমন্তী'কে জানায় 'পারমিতা'কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সকলের মাঝে 'হৈমন্তী' বলে, "আমি লুকিয়ে রেখেছি ওকে। পারলে খুঁজে বের করো।" এইবার বিয়ে ভেঙে গেলে 'পারমিতা'র জন্য তা একেবারেই ভাল হবে না। পরিস্থিতি বেগতিক দেখে তখনই 'ফুলকি' ছুটে যায় 'রোহিত'-এর কাছে। 'ফুলকি'কে সে আশ্বাস দেয় তারা একসঙ্গে 'পারমিতা'কে খুঁজে বের করে এই মণ্ডপেই বিয়ে দেবে। 'ফুলকি' আর 'রোহিত' কি পাবে পারমিতার সন্ধান? উত্তর মিলবে আগামী পর্বে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জুটিতে হাত মিলিয়ে 'শালিনী'র মিথ্যে বাড়ির সবার সামনে তুলে এনেছিল। তার ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে তাকে বাড়ি থেকেও বের করে দেয় 'ফুলকি'-'রোহিত'। কিন্তু এই অপমানের ফের প্রতিশোধ নিতে ফিরবে কি 'শালিনী'? তার আভাস যদিও এখনও পাওয়া যায়নি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি জমজমাট প্রোমো। ওই প্রোমোতে দেখা যায় 'পারমিতা' আর 'অংশুমান'-এর বিয়েতে দারুণ মজা করছে গোটা পরিবার। তবে মণ্ডপে বিয়ের কনে আসার সময় তাঁকে আর খুঁজে পাওয়া যায়না।
রোহিতের জেঠিমা 'হৈমন্তী', 'পারমিতা'কে কোনওভাবে অজ্ঞান করে একটি ঘরে আটকে রাখে। এদিকে 'পারমিতা'কে না খুঁজে পেয়ে বিয়ের মন্ডপে হুলস্থূল কান্ড পড়ে যায়।
এদিকে, 'ফুলকি' এসে 'হৈমন্তী'কে জানায় 'পারমিতা'কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সকলের মাঝে 'হৈমন্তী' বলে, "আমি লুকিয়ে রেখেছি ওকে। পারলে খুঁজে বের করো।" এইবার বিয়ে ভেঙে গেলে 'পারমিতা'র জন্য তা একেবারেই ভাল হবে না। পরিস্থিতি বেগতিক দেখে তখনই 'ফুলকি' ছুটে যায় 'রোহিত'-এর কাছে। 'ফুলকি'কে সে আশ্বাস দেয় তারা একসঙ্গে 'পারমিতা'কে খুঁজে বের করে এই মণ্ডপেই বিয়ে দেবে। 'ফুলকি' আর 'রোহিত' কি পাবে পারমিতার সন্ধান? উত্তর মিলবে আগামী পর্বে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জুটিতে হাত মিলিয়ে 'শালিনী'র মিথ্যে বাড়ির সবার সামনে তুলে এনেছিল। তার ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে তাকে বাড়ি থেকেও বের করে দেয় 'ফুলকি'-'রোহিত'। কিন্তু এই অপমানের ফের প্রতিশোধ নিতে ফিরবে কি 'শালিনী'? তার আভাস যদিও এখনও পাওয়া যায়নি।
