নিজস্ব সংবাদদাতা: সদ্য শুরু হলেও ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। পারুল ও রায়ানের খুনসুটি যে বেশ পছন্দ করছেন দর্শক তা বোঝা যাচ্ছে টিআরপি তালিকা দেখেই। গত দু'সপ্তাহ ধরে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক।
 
 এখন গল্পে দেখানো হচ্ছে, রায়ানের দিদি রুক্মিণীর সঙ্গে বিয়ে হয়েছে পারুলের দাদার। শহরের মেয়ে বলে গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে তার। কিন্তু সুবিধা-অসুবিধায় সে পাশে পাচ্ছে ননদ পারুলকে। এদিকে বিয়ে ঠিক হয়েছে পারুলেরও। বর সারাদিন নেশায় ডুবে থাকে। তবে সে কথা জানে না পারুলের বাড়ির লোক। কিন্তু রায়ান জানে, তাই সে মনে মনে খুশি হয়। ভাবে, দিদির গ্রামে বিয়ে হওয়ার প্রতিশোধ হিসাবেই পারুলের বরের আসল রূপ কিছুতেই সামনে আসতে দেবে না। 
 
 সম্প্রতি, চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের দিন পারুলের বরের বন্ধুরা সব খাবার নিজেরাই খেয়ে ফেলছে। অতিথি আপ্যায়নে ক্ষতি হচ্ছে দেখে পারুলের বাবা তাদের এরকম অনাচারনা করার জন্য অনুরোধ জানাতে যায়। ঠিক সেই সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেয় হবু বর। পারুল বাবার অপমান সহ্য করতে না পেরে সবার সামনে চড় মারে হবু বরকে। রেগে গিয়ে বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে যায় বর। 
 
 লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে পারুলকে বাঁচাতে রায়ানের দাদু রায়ানের সঙ্গে পারুলের বিয়ে দিতে চায়। তখন পারুল জানায়, এই বিয়ে হলে খুনোখুনি হয়ে যাবে তার ও রায়ানের মধ্যে। দু'জনেই এই বিয়ের বিরুদ্ধে। কী হবে শেষমেশ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামীপর্বে।
