নিজস্ব সংবাদদাতা: অল্পদিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছে সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। এই সংসারে সে বড্ড বেমানান। আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না।
তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করে সে। কিন্তু প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। সিংহ রায় বাড়ির পূত্রবধূই যে তার একমাত্র পরিচয় নয় সেটা সে বুঝতে পারে। ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলে সে। বাধা এলেও একাই মোকাবিলা করে আলো।
গল্পের নতুন মোড়ে রঙ্গলীকে বিয়ে করতে যায় রুদ্র। তখনই ঘটে অঘটন। আলো জানতে পারে রঙ্গলী অন্তঃসত্ত্বা। এদিকে, চোখের সামনে স্বামীর দ্বিতীয় বিয়েও মেনে নিতে পারে না সে। তাই মনে মনে নিজেকেই দোষারোপ করে। এদিকে, পরিবারের মধ্যেই শত্রুর আগমন ঘটে। বিয়ের বাসরে রঙ্গলীকে মেরে ফেলার চক্রান্ত চলে। সিঁদুর দানের সময় রঙ্গলীকে ছুড়ি দিয়ে আঘাত করা হয়। সেই ছুড়ি বের করতে গিয়ে সবার নজরে পড়ে আলো। আবারও কি পরিবারের চোখে দোষী হবে সে? নাকি এবার সত্যিটা বুঝতে পারবে রুদ্র?
