নিজস্ব সংবাদদাতা: হারিয়ে যাওয়া দুই বোনের গল্প বলছে স্টার জলসার 'দুই শালিক'। দুই বোনের একে অপরের প্রতি টান আর ভালবাসায় মুগ্ধ দর্শক। সেই সঙ্গে আঁখি-ঝিলিকের মজার কাণ্ড দারুণ পছন্দ করছেন দর্শক। সেই দিক ফুটে উঠছে প্রতি সপ্তাহের টিআরপি তালিকায়। 


প্রায় একইরকম দেখতে বলে ঝিলিক আর আঁখি একে অপরের রূপ ধরে রয়েছে। কয়েকদিন আগেই আঁখি রূপে ঝিলিককে বিয়ে করে গৌরব। এদিকে ঝিলিক রূপে আঁখির প্রেমে পড়ে দেবা। এদিকে আঁখির বিয়ে ঠিক হয়ে যায়। মুখে কিছু না বললেও দু'জনেই মনে মনে কষ্ট পায়। আঁখির মনের কথা বুঝতে পেরে ঝিলিক দেবাকে ফোন করে আঁখির মতো গলা‌ করে বলে, এই বিয়েতে তার মত নেই। তাকে যেন দেবা বিয়ে করে। এই কথা শুনে বিয়ের পিঁড়ি থেকে আঁখিকে তুলে নিয়ে যায় দেবা। বিয়ে হয় তাদেরও। 


কিন্তু এর মাঝেই গল্পে আসতে চলেছে নতুন মোড়। সম্প্রতি, মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে বড়দিনেই বড় কাণ্ড হতে চলেছে! দেবা আর গৌরবের সামনে ফাঁস হবে ঝিলিক আর আঁখির আসল পরিচয়। ওই প্রোমোতে দেখা যাচ্ছে, বড়দিনে উপলক্ষ্যে উৎসবে মেতেছে দেবা-আঁখির পাড়া। সেখানেই হাজির ঝিলিক আর গৌরব। হঠাৎ দুই বোনকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায় দেবা। সঙ্গে চলে আসে গৌরবও। দু'জনকে দেখে চোখ ছানাবড়া দেবা-গৌরবের। এবার কী আঁখি-ঝিলিকের আসল পরিচয় জেনে যাবে সবাই? কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামীপর্বে।