প্রতি সপ্তাহে জি বাংলার ধারাবাহিক 'তুই আমার হিরো' নম্বরের নিরিখে খারাপ ফল করে না টিআরপিতে। সুপারস্টার শাক্যজিৎ ও আরশির গল্প বেশ মনে ধরে দর্শকের। শুরুর দিকে দু'জনের তেমন বনিবনা না থাকলেও এখন একে অপরের প্রেমে হাবুডুবু খায়। ঘটনাচক্রে আরশির সঙ্গে বিয়ে হয়ে যায় শাক্যর। এই বিয়ে প্রথমে মন থেকে মানতে পারেনি দু'জনের কেউই। তবে ধীরে ধীরে একে অপরের পাশে থাকতে থাকতে কখন যে ভালবেসে ফেলেছে তারা, তা বোঝেনি।

 

 

একসঙ্গে সমস্ত বিপদ মোকাবিলা করে দু'জন। এবার সামনে বিরাট চক্রান্তের ফাঁদে পা দিতে চলেছে শাক্য-আরশি। গল্পে দেখা যায় একটি মিউজিক্যাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই বোন আরশি ও কাঁকন। প্রতিযোগিতার শেষে সঞ্চালিকা ঘোষণা করে যে এই প্রতিযোগিতায় কাঁকন ও আরশি দু'জনই বিজয়ী হিসেবে মনোনীত হয়েছে। তবে এখানেই এল বড় টুইস্ট!

 


সদ্য মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, প্রতিযোগিতার মঞ্চে সঞ্চালিকা জানাচ্ছেন যে আরশি নাকি বিচারকদের ঘুষ দিয়েছে! ঘুষ দিয়ে প্রতিযোগিতা জেতার চেষ্টা করেছে সে। তাই এই মঞ্চ থেকে বাদ পড়ছে আরশি। এই কথা শুনে তো মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আরশির। শাক্যর কাছে ছুটে যায় সে।

 

 

শাক্য ধরে ফেলে এই ঘটনার পিছনে আসলে কার হাত আছে। শাক্য তখন আরশিকে জানায়, জেজে ইচ্ছেকৃতভাবে তাদের বিপদে ফেলার জন্য এই কাজ করেছে। আসলে শাক্যজিৎ সুপারস্টার বলে জেজে বরাবরই তাকে হিংসা করে। নানাভাবে ছক কষে তাদের অপদস্থ করার চেষ্টা করতে থাকে। এবারও তাই করেছে বলেই মনে করছে শাক্য। 

 

 

কিন্তু এই বিপদের হাত থেকে শাক্য-আরশি কীভাবে রক্ষা পাবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। প্রসঙ্গত, কিছুদিন আগেই শাক্যর জীবনে ফিরে এসেছিল তার প্রাক্তন প্রেমিকা। সে ফিরে এসে নানাভাবে শাক্যর থেকে আরশিকে দূরে সরানোর চেষ্টা করত। তবে তাকে উচিত শিক্ষা দিয়েছে আরশি। 

 

 

কিন্তু তাদের পরিবারের সময়টা এখন তেমন ভাল যাচ্ছে না। তাই বেশিরভাগ সময় চিন্তায় দিন কাটছে তাদের।  কিছুদিন আগেই দীপাবলিতে বাড়িতে প্রদীপ জ্বালাতে যায় শাক্য। প্রদীপ হাতে নিয়ে সে আরশির খোঁজ করে। দেখে, বাড়ির সবার মুখ থমথমে! কোথায় আরশি? 

 

 


শাক্যর মা বলে, সে বাড়িতে খুশির আলো জ্বালাতে চাইছে অন্যদিকে আরশি পরিবারের মুখে চুনকালি মাখানোর জন্য উঠেপড়ে লেগেছে। মায়ের মুখে এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় শাক্য। ছোটভাইয়ের সঙ্গে একটি পানশালায় যায় সে। সেখানে দেখতে পায় আরশি গান গাইছে। নিজের স্ত্রীকে এমনভাবে দেখে অবাক হয়ে যায় সে। আরশির কাছে জানতে চায় কেন সে এখানে গান গাইছে? জবাবে আরশি জানায়, সে যা করেছে সবটাই পরিবারের কথা চিন্তা করে করেছে। সবটা জানার পরেও এই ভুলের জন্য শাক্য যদি তাকে কোনও শাস্তি দিতে চায়, তাহলে সে তা মাথা পেতে নেবে। তবে এক্ষেত্রেও শাক্য আরশির পাশে ছিল। আরশির এই গানের প্রতিভা সে রিয়্যালিটি শো-এর মঞ্চে পৌঁছে দিয়েছিল। তবে এবার সেখানেও জেজের চক্রান্তে বিপদে ঘনিয়ে এসেছে!