ইন্দ্রাণীর মন জয় করার পরীক্ষায় রোজ বিভিন্নভাবে ফেল করছে কুসুম। কিন্তু হাল ছাড়ছে না সে। তার পাশে আছে ঈশান। এমনই বাউন্ডুলে বলে ঈশানের পরিচিতি আছে, তবে কুসুমের সে 'বেস্ট ফ্রেন্ড'। অন্যদিকে, আয়ুষ্মানের কাছেও বড্ড আনকোরা কুসুম। কীভাবে আয়ুষ্মানের সঙ্গে মিল হবে কুসুমের? এই প্রশ্ন যখন দর্শকের মনে উঁকি মারছে, ঠিক তখনই খেলা ঘুরল অন্যদিকে। আর এবার একেবারে সম্পর্কের সমীকরণ পর্যন্ত এলোমেলো হয়ে গেল।

কুসুমকে একটু একটু করে পছন্দ করছে ইন্দ্রানী। কুসুমও নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করছে। কিছুদিন আগেই ফটোশুটের সময় ইন্দ্রানীর মতো করে সেজেছিল সে। ইন্দ্রানীই তাকে সমস্তকিছু শিখিয়ে দিয়েছিল। তাই পরিবারের অনেকেই এই বিষয়টা আবার বাঁকা চোখে দেখেছিল। কিন্তু তাতে যদিও কুসুমের কিছু মনে হয়নি। কারণ, দেবী মায়ের আশীর্বাদে সে যে সমস্ত পরীক্ষা ধীরে ধীরে পাশ করছে সেটাই তার কাছে অনেক বড় ব্যাপার।
আরও পড়ুন: রাতের কনসার্টে একসঙ্গে সৃজিত-সুস্মিতা, আরও কাছাকাছি আসতে আর কী কী করছেন পরিচালক-অভিনেত্রী?
এদিকে, বাড়িতে এক দারুণ আয়োজন হয়। ঈশান ও দেবলীনার বাগদানের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করে বাড়ির সবাই। বড়দাদা হিসেবে বেশিরভাগ দায়িত্ব এসে পড়ে আয়ুষ্মানের কাঁধে। সে-ও যত্নসহকারে সবটা নিজের হাতেই সামলানোর চেষ্টা করে। কুসুমও যতটা সম্ভব সাহায্য করে। এবার শুভক্ষণ সামনে আসে। ঈশান ও দেবলীনার বাগদানের জন্য সেজে ওঠে গোটা পরিবার। ইন্দ্রানীরও চোখেমুখে আনন্দ ফুটে ওঠে।

ঈশান ও দেবলীনার আংটি বদলের আগে সে একটি বিশেষ উপহার দেবে বলে ঘোষণা করে। সঙ্গে সঙ্গে কাকিমণি উপহারের বাক্সটি সামনে আনে। কিন্তু উপহারটি খোলা মাত্র সবাই আঁতকে ওঠে! কী এমন আছে ওই উপহারের বাক্সে? দেখা যায়, কুসুম ও ঈশানের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি রয়েছে ওই বাক্সে। এই ছবি দেখে অবাক হয়ে যায় সবাই। কুসুমকে প্রশ্ন করতে থাকে এ ছবি সত্যি কিনা। কুসুম কিছুই বুঝতে পারে না। ভয়ে কেঁদে ফেলে সে। ইন্দ্রানীর পায়ে পড়ে কাঁদতে থাকে কুসুম।
এখানেই শেষ নয়, টুইস্ট আরও বাকি! কুসুমকে এরকম অসহায় অবস্থায় দেখে ঈশান প্রতিবাদ করে ওঠে। সে জানায় যে, এই ছবি সত্যি। কুসুমকে সে খুব ভালবাসে। ব্যাস! ঈশানের এই স্বীকারোক্তিতে অবাক কুসুম। বাড়ির সকলেই যেন কিছুতেই বিশ্বাস করতে পারে না এমনটা। কিন্তু সত্যিই তো কুসুমের সঙ্গে ঈশানের কোনও সম্পর্ক নেই। তবে কী কারণে এমনটা বলল ঈশান? তবে কি এই ধারাবাহিকেও ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে? সম্প্রতি প্রকাশ্যে আসা নতুন প্রোমো দেখে এমন সব প্রশ্ন ঘুরছে দর্শকের মনে। কিন্তু এর উত্তর পেতে হলে সিরিয়ালপ্রেমীদের অপেক্ষা করতে হবে ধারাবাহিকের আগামী পর্বের জন্য।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে টিআরপিতে দশম স্থানে ছিল 'কুসুম'। প্রাপ্ত নম্বর ছিল ৪.২। শুরু থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শক মহলে নানা চর্চা চললেও কিন্তু শেষমেশ নিজের মান রেখেছিল 'কুসুম'।
