গত বুধবার বছরের সিনে ক্যালেন্ডার নিয়ে আলোচনা হয়েছে টলিপাড়ার স্ক্রিনিং কমিটির। ওই বৈঠক শুরু হওয়ার আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা জানানো হয় পদ্মশ্রী সম্মানের জন্য। কিন্তু বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাকি পরিবেশ অন্যরকম হয়ে যায়। বছরভর ছবির দিনক্ষণ ঠিক করতে গিয়েই নাকি চরম অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় বৈঠকে।
প্রসেনজিৎ সিনে ক্যালেন্ডার প্রসঙ্গে কথা বলতে গিয়ে যখন দেবকে বলেন, "আমরা স্ক্রিনিং কমিটি করেছি। তোর সঙ্গে মাননীয়ার যোগ রয়েছে। ওঁকে একবার জানিয়ে রাখিস।" এই কথার উত্তরে দেব বলে ওঠেন, "তোমার তো ছবি হিট, তার ওপর তুমি আবার পদ্মশ্রী- টদ্মশ্রী পেয়েছ।"
এরপর যখন জিৎ দেবকে বলেন, "আমি তো অনেকদিন পর পুজোয় ছবি নিয়ে আসছি, তুমি এবার একটু স্পেস দাও তাহলে।" কিন্তু জিৎ এই কথা বলায় দেব নাকি সবার সামনে বলেন, "দু'বছর পর ছবি নিয়ে এসে এই দাবি করা কি উচিত? যেখানে আমি দু'বছর ধরে টানা কাজ করে চলেছি।"
প্রসেনজিৎ ও জিতের সঙ্গে এই বিবাদ নিয়ে যদিও পরে আর কোনও মন্তব্য করেননি দেব। কিন্তু টলিউডের 'মেগাস্টার'-এর এই আচরণে বেশ ক্ষুব্ধ দর্শক ও অনুরাগী মহল। এবার দেব নিজেই এই বিতণ্ডা মিটিয়ে দিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে এলেন তিনি শুক্রবার। সমাজমাধ্যমে প্রসেনজিৎ ও মিশুকের সঙ্গে ছবি ভাগ করে যদিও ক্যাপশনে দেব 'এমনি' লেখেন। কিন্তু এই সাক্ষাৎ যে একেবারেই এমনি এমনি নয়, তা বুঝিয়ে দিলেন 'ইন্ডাস্ট্রি'।
দেবের সঙ্গে ছবি ভাগ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'তুই এলি , কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগা গুলো কে সরিয়ে বাড়ির ভুলবোঝাবুঝি গুলো কে সামলানো টাই মনে হয় বড় দের কাজ। ভালো থাক। আদর।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
প্রসঙ্গত, দেব ও শুভশ্রীর আগামী ছবি 'দেশু ৭'-এ নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবেন। তেমনটাই জানিয়েছিলেন দেব। যখন অনির্বাণ ভট্টাচার্য থাকবেন কিনা ওই ছবিতে সেই নিয়ে কথা উঠেছিল, তখন দেব সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি অনির্বাণকে নিয়ে নয়, বরং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই ছবির প্রস্তাব দেবেন বলে ভেবেছিলেন। যদিও পরে অনির্বাণকে এই ছবিতে চাইছেন বলেও লাইভে জানান দেব। এদিনের সাক্ষাতে প্রসেনজিতের কাছে শুধুই কি মনোমালিন্য মেটাতে গিয়েছিলেন দেব? নাকি নতুন ছবি নিয়েও আলোচনা হয়েছে এদিন? সেটা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
