এ আর রহমানের করা বলিউড এবং সঙ্গীত জগতের ক্ষমতা এবং ধর্মীয় বিভাজন নিয়ে করা মন্তব্যে বিতর্ক উসকে গিয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন রানি মুখোপাধ্যায়। কী জানালেন? 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ আর রহমান বলেছেন যে বর্তমানে শিল্পীরা আর সৃজনশীল নন। এখন ক্ষমতাই সমস্ত সিদ্ধান্ত নেয়। তাঁর মতে, হতে পারে এটার নেপথ্যে কোনও সাম্প্রদায়িক কারণ রয়েছে। রহমানের এই কথার সঙ্গে ভিন্ন মত পোষণ করে রানি জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রি অন্যতম ধর্মনিরপেক্ষ জায়গা। 

প্রসঙ্গত সদ্যই মুক্তি পেল রানি মুখোপাধ্যায় অভিনীত 'মর্দানি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ, 'মর্দানি ৩' ছবিটি। এই ছবির হাত ধরে তিনি আবারও 'শিবানী শিবাজী রাও' হিসেবে ফিরে এসেছেন। সেই ছবির প্রচারে কথা বলেন এ আর রহমানের করা মন্তব্য নিয়ে। 

রানি মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, 'বলিউড অন্যতম ধর্মনিরপেক্ষ জায়গায়। আর আমি মন প্রাণ দিয়ে সেটা বিশ্বাস করি। এখানে ধর্ম বা জাতের ভিত্তিতে কোনও বিভেদ করা হয় না। আমি আমার ৩০ বছরের কেরিয়ারে, ইন্ডাস্ট্রিতে কখনও এমন কোনও অভিজ্ঞতার শিকার হইনি। এই ইন্ডাস্ট্রিকে ভালবাসি, আজ আমি যা এটাই আমাকে সেটা বানিয়েছে। আমি আমার মন থেকেই এই কথাগুলো বলছি। গুণ শেষ পর্যন্ত কথা বলে।' 

রানি এদিন আরও বলেন, 'আপনার কাজ আপনার হয়ে কথা বলে শেষ পর্যন্ত। আর যখন দর্শকের সঙ্গে শিল্পী নি মেলাতে পারেন, জুড়তে পারেন তিনিই এখানে টিকে থাকেন, সফল হন। আমার জন্য, বলিউড সবসময় ধর্মনিরপেক্ষ জায়গা হয়ে থাকবে, এবং অন্যতম দুর্দান্ত জায়গাও বটে।' 

বাঙালি, পাঞ্জাবি, মালয়ালি, ইত্যাদি লবি আছে কিনা প্রশ্ন ওঠায় রানি সাফ জানিয়ে দেন তিনি নিজেকে এসব থেকে দূরে রাখেন। তিনি তাঁর কাজ, ছবিতেই মন দেন বলে জানান। 

প্রসঙ্গত, 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটির পর 'মর্দানি ৩' নিয়ে বড়পর্দায় ফিরলেন রানি মুখোপাধ্যায়। ছবির গল্প লিখেছেন আয়ুশ গুপ্তা। পরিচালনা করেছেন অভিরাজ মিনওয়ালা। আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস 'মর্দানি ৩' ছবিটির প্রযোজনা করেছেন। ৩০ জানুয়ারি বক্স অফিসে মুক্তি পেয়েছ এই ছবিটি। গল্পে উঠে আসবে শিশুদের দিয়ে ভিক্ষআবৃত্তি করানো, নারী পাচারের মতো একাধিক ঘটনার কথা।