জি বাংলার ধারাবাহিক 'তুই আমার হিরো'তে আসছে নতুন চমক। গল্প এগিয়ে গিয়েছে বেশ কয়েক বছর। এখন ধারাবাহিকে এসেছে আরশি ও শাক্যজিৎ-এর মেয়ের চরিত্র। আগে তার চরিত্রে কোন নায়িকাকে দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার দেখা গেল অভিনেত্রী মোহনা মাইতিকেই। আসলে গল্পে দেখানো হচ্ছে আরশির মতোই হুবহু দেখতে হয়েছে তাদের মেয়েকে।
মেগায় এক ধাক্কায় বড়সড় লিপ এসেছে। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে শাক্যজিৎ জেল থেকে ছাড়া পেয়েছে। শাক্যর বয়সও খানিকটা বেড়েছে। কাঁচাপাকা চুল-দাড়িতে সুপারস্টার যেন খানিকটা মলিন হয়ে গিয়েছে। শাক্য জেল থেকে বেরতেই জেজে এসে তাকে কটাক্ষ করতে শুরু করে। সুপারস্টার হয়ে জেল খেটেছে সে! জেজের কথা শুনে আবারও সেই কঠিন অধ্যায়ের কথা মনে পড়ে যায় শাক্যর।
শাক্য ভাবে এবার তার প্রথম কাজ আরশি ও তাদের মেয়েকে খুঁজে বের করা। এ কথা ভাবতে ভাবতেই শাক্য দেখে একজন মহিলা পুলিশ অফিসার অপরাধিদের যোগ্য শাস্তি দিচ্ছে। শত্রুর সামনে একদম পিছপা হচ্ছে না সে। শাক্য এক ঝলক তাকে দেখে যেন আরশির সঙ্গে মুখের মিল পায়। তার নাম জানতেই সে বলে মহাগৌরী সিংহ তার নাম। আর সে অপরাধীদের একদম সহ্য করতে পারে না।
শাক্য যেহেতু অপরাধী হিসেবেই তার সামনে দাঁড়িয়ে তাই কথাটা তাকেই ইঙ্গিত করে বলে সে। আসলে মহাগৌরীই শাক্য-আরশির মেয়ে। নিজের মেয়েকে চিনতে পারবে শাক্য? বাবাকে কি অপরাধের জাল থেকে বের করতে পারবে মহাগৌরী? এখন নতুন পর্বে সেটাই দেখার অপেক্ষায় দর্শক।
অন্যদিকে, মোহনাকেই শাক্য-আরশির মেয়ের চরিত্রে দেখে দারুণ খুশি সিরিয়ালপ্রেমীরা। এবার থেকে দ্বৈত চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। তবে গল্পের এই নতুন মোড় আবার অনেকেই ঠিক পছন্দ করতে পারেননি। আসলে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী'তেও ঠিক এমনটাই দেখানো হয়েছিল কয়েক বছর লিপ আসায়। সেখানে মেয়ে ও মায়ের চরিত্রে একজন নায়িকা থাকায় নায়কের সঙ্গে জুটি ভেঙে যায়। তাই মন খারাপ হয়েছিল দর্শকের। এবার 'তুই আমার হিরো'র ক্ষেত্রেও এমনটাই সন্দেহ করছেন নেটিজেনদের একাংশ। তবে কী এবার এই ধারাবাহিকেরও জনপ্রিয়তা কমবে? নাকি নতুন অধ্যায়ের চমকে টিআরপিতে বাজিমাত করবে এই মেগা? সবটাই সময় বলবে।
