বর্ডার সংলগ্ন এলাকায় নামছে একের পর এক 'ইউএফও'! সেখান থেকে নেমে আসছে ভিনগ্রহের প্রাণীরা! এমনটাই ঘটছে এখন। অবাক লাগছে? আসলে পুরো বিষয়টাই ঘটবে ছোটপর্দায়। স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'-এ দেখা যাচ্ছে এমন এক ঘটনা। তবে এর মধ্যেও লুকিয়ে আছে টুইস্ট। দেখা যাচ্ছে, এই ভিনগ্রহের প্রাণীদের জন্য বাড়িছাড়া হচ্ছে একের পর এক গ্রামের মানুষ। তাই স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে বিষয়টা খতিয়ে দেখার জন্য।
এই টিমে রয়েছে রাঙামতি। সে যখন অনুশীলনে ব্যস্ত তখন তার সামনে এসে দাঁড়ায় রাঙার শাশুড়ি, অর্থাৎ একলব্যর মা। তাকে দেখে রাঙা অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে সে কীভাবে এখানে এল? তখন রাঙার শাশুড়ি জানায় সে এই টিমের চিফ কমান্ডিং অফিসার। সে-ই রাঙাকে এই লড়াইয়ের জন্য বেছে নিয়েছে।
রাঙা ভাবে এই ভিনগ্রহের প্রাণীদের আড়ালে কি লুকিয়ে আছে কোনও অচেনা শত্রুদের দল? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তর জানতে অপেক্ষায় দর্শক। তবে মেগার প্রোমো আসতেই সমাজমাধ্যমে চলছে কটাক্ষ। নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছে এই প্রোমো। অনেকেই এই বিষয়টাকে 'গাঁজাখুরি' বলেও উল্লেখ করছেন।
প্রসঙ্গত, ছোটবেলা থেকেই সংগ্রামকে সঙ্গী করে বড় হয়ে ওঠা রাঙামতির। তাই বিপদের মোকাবিলা করতে কিছুতেই পিছুপা হয় না সে। বিয়ের পরেও একার লড়াইয়ের ফলে নানা ষড়যন্ত্রের মুখ থেকে ফিরে আসে সে। তবে এবার বিপদ আরও বড়! বিপাকে পড়ে নাজেহাল রাঙা। একলব্যও পারে না তাকে উদ্ধার করতে। গল্পে ঘটনাচক্রে একলব্যর সঙ্গে বিয়ে হয়ে যায় রাঙামতির। প্রথমে একলব্যর সঙ্গে বনিবনা না থাকলেও রাঙ্গাকে কখনও স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেনি একলব্য। এদিকে, নামী তিরন্দাজ হওয়ার স্বপ্ন দেখে রাঙ্গা। তাই বিয়ের পরেও সে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে। কিন্তু পরিবারের অনেকেই তার ভাল চায় না। তাই নানাভাবে রাঙাকে বিপদের মুখে ফেলতে চায় তারা। এতদিন সব বিপদে রাঙার পাশে থেকেছে একলব্য। যতই ঝড় আসুক তাদের জীবনে, সে কিছুতেই রাঙার হাত ছেড়ে যায়নি। এবারও রাঙার পাশে তাকে দেখা যাবে কিনা, তা সময়ই বলবে।
