হুইলচেয়ারে করে শুটিং সেটে হাজির হতে দেখা গেল বলিউড পরিচালক সাজিদ খানকে। তাঁর এই উপস্থিতি ঘিরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে জানা যায়, সম্প্রতি এক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। এক পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং অন্য পায়ে অস্ত্রোপচার করতে হয়েছে।
বুধবার ‘দ্য হুইল অব ফরচুন’ শোয়ের সেটে সাজিদ খানকে দেখা যায়। হুইলচেয়ারে বসেই পাপারাজ্জির সামনে পোজ দেন তিনি।
পাপারাজ্জি তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলে সাজিদ খান রসিকতার সুরেই জবাব দেন। তিনি বলেন, “দেখছই তো, কেমন আছি।” এরপর যোগ করেন, “এটা আবার জিজ্ঞাসা করার কী আছে? দুর্ঘটনা হয়েছে। এই পায়ে সার্জারি হয়েছে, আর এই পায়ে ফ্র্যাকচার।”
পাপারাজ্জি তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দিলে সাজিদ জানান, তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। বলেন, “সেই চেষ্টাই করছি। তাই হুইলচেয়ারেই ‘হুইল অব ফরচুন’-এর সেটে চলে এসেছি।”
গত মাসে জানা, মুম্বইয়ে শুটিং চলাকালীন একটি দুর্ঘটনায় আহত হন সাজিদ। জানা যায়, একতা কাপুরের প্রযোজনাধীন একটি প্রোজেক্টের সেটে তাঁর পায়ে চোট লাগে এবং পা ভেঙে যায়, যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয়। সেই অস্ত্রোপচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এই বিষয়ে তাঁর দিদি ও চলচ্চিত্র পরিচালক ফারাহ খান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পরিচালকের অস্ত্রোপচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবং এখন তিনি পুরোপুরি ঠিক আছেন। সম্প্রতি জোয়া আখতারের ক্রিসমাস পার্টিতেও সাজিদকে দেখা গিয়েছিল।
‘বিগ বস ১৬’-এ অংশগ্রহণ করে ফের আলোচনায় আসেন সাজিদ খান। ওই শোয়ে তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তৈরি হয় জনপ্রিয় ‘মণ্ডলী’ গোষ্ঠী, যেখানে ছিলেন শিব ঠাকরে, এমসি স্ট্যান, নিমৃত কউর আহলুওয়ালিয়া, সুম্বুল তৌকীর খান এবং তাজিকিস্তানের গায়ক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আবদু রোজিক।
প্রসঙ্গত, অক্ষয় কুমার সঞ্চালিত ‘হুইল অব ফরচুন ইন্ডিয়া’-র গ্র্যান্ড প্রিমিয়ার আগামী ২৭ জানুয়ারি। সোমবার থেকে শুক্রবার, প্রতিদিন রাত ৯টায় সনি টিভি ও সনি লিভে সম্প্রচারিত হবে এই শো।
সাজিদ বলিউডে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম। একদিকে তিনি যেমন জনপ্রিয় বিনোদনমূলক ছবির নির্মাতা, অন্যদিকে তেমনই নানা বিতর্কের কেন্দ্রবিন্দু। ‘হে বেবি’, ‘হাউসফুল’, ‘হাউসফুল ২’–এর মতো বাণিজ্যিকভাবে সফল ছবির মাধ্যমে তিনি মূলধারার বিনোদন সিনেমায় নিজের জায়গা পোক্ত করে নেন। পাশাপাশি টেলিভিশন ও রিয়্যালিটি শোতেও তাঁর উপস্থিতি তাঁকে নিয়মিত আলোচনায় রেখেছে। তবে কাজের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত আচরণ ও অভিযোগ ঘিরে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি, যা তাঁর কেরিয়ারকে নানা সময়ে প্রভাবিত করেছে। তবে সে সবকে সঙ্গে নিয়েই এগিয়ে গিয়েছেন পরিচালক।
