অল্প দিনেই জমে উঠেছে 'মিলন হবে কতদিনে'। আবারও নতুন ভাবে ম্যাজিক দেখাচ্ছে শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়ের জুটি। নজর কাড়ছে তাঁদের অনস্ক্রিন রসায়ন। নায়ক-নায়িকার বিবাদ দিয়ে শুরু হলেও, 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের গল্পে আসছে নতুন মোড়। এলা ও গোরার বিয়ে নিয়ে হুলস্থুল কাণ্ডের পর এবার ফুলশয্যায় বিরাট অঘটন ঘটতে চলেছে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ফুলশয্যার ঘরে ঢুকেই এলার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেয় গোরা। এলা অবাক হয়ে যায় গোরার কাণ্ড দেখে। কিন্তু গোরা এলাকে স্পষ্ট জানিয়ে দেয়, এই মিথ্যে সম্পর্কে সে এলাকে রাখতে চায় না। তাই বিয়ের ছ'মাসের মধ্যেই ডিভোর্স দিয়ে মুক্ত করে দেবে সে এলাকে।
গোরার কথায় অবাক হলেও এলাও মুখ খোলে। সে জানায়, নিশ্চয়ই তার মতো গোরার মনেও কোনও আঘাত আছে। যা সে লুকিয়ে রাখে সবার চোখের আড়ালে। এই ছ'মাসের মধ্যে এলা গোরাকে তার ভালবাসার প্রতি বিশ্বাস জাগাবে বলে কথা দেয়। এলার কথার জবাবে কিছু বলতে পারে না গোরা। বোঝা যায়, সে-ও অপেক্ষা করতে রাজি, শুধু মুখে কিছু বলতে চায় না।
এলা-গোরার ফুলশয্যার এই প্রোমো দেখে দারুণ উত্তেজিত দর্শক। কারণ, গল্পের নতুন মোড়ে এবার একটু একটু করে কাছাকাছি আসবে নায়ক-নায়িকা। আর সেই পর্বগুলো আরও বেশি আকর্ষিত করে দর্শককে। এবার টিআরপিতেও এর প্রভাব পড়বে কিনা এখন সেটাই দেখার।
কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল বিয়ের দিন এলাকে কিডন্যাপ করে মৈনাক। সে এলাকে লুকিয়ে রাখলেও গোরা ঠিক 'মিস বোস'কে খুঁজে বের করে ফেলে। এদিকে, মৈনাকের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটা লড়ির। তার অ্যাক্সিডেন্ট হয়, সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ফলে এলার বোনের বিয়ে বন্ধ হয়ে যায়। আর এই ঘটনার জন্য মৈনাকের দোষ ঢাকা পড়ে যায়। কেউ বুঝতেই পারে না যে সে-ই আসল অপরাধী।
এদিকে, দাদুর কথা রাখতে বিয়েতে রাজি হয়ে যায় গোরা। আসলে গোরা যদিও একেবারেই ভালবাসায় বিশ্বাস করে না। প্রেম মানেই তার কাছে সময় নষ্ট। এদিকে, এলার প্রেমিক মন। সে খোঁজে স্বপ্নের রাজপুত্রকে। কিন্তু গোরার মধ্যে কি সেই মনের মানুষকে খুঁজে পাবে এলা? মিল হবে কি দু'জনের? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
