দিল্লির শাহরুখ-ভক্তরা তাঁদের প্রিয় নায়কের প্রতি ভালবাসা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। মুম্বইয়ের রাস্তায় অভিনেতার রোলস রয়েসের পিছু নিলেন তাঁরা, তাও আবার অটোতে! উদ্দেশ্য একটাই - পছন্দের নায়ককে এক ঝলক দেখা আর একটা ‘হাই’ বলা। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর নেটপাড়ায় কৌতূহল। শেষমেশ কি দেখা পেলেন ‘জাবরা ফ্যান’?
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক যুবক ও তাঁর এক মহিলা সঙ্গী অটোয় চেপে শাহরুখ খানের গাড়ির পেছনে পেছনে চলেছেন। পোস্টের ক্যাপশনে শাহরুখের ফ্যান ছবির জনপ্রিয় গানের লাইনগুলো জুড়ে দিয়েছেন তিনি। সঙ্গে ট্যাগ করা হয়েছে তাঁদের বন্ধুকে।
ভিডিয়োতে শোনা যায়, অটোচালককে মহিলা যাত্রী অনুরোধ করছেন, একটু এগিয়ে গিয়ে গাড়িটার ঠিক পাশে রাখার কারণ শাহরুখের জন্যই তাঁর এই কাণ্ড! কিছুক্ষণ পর তিনি আবার বলেন,“আমার বাবা পেশায় একজন কালেক্টর”, আর সঙ্গে সঙ্গেই পুরুষ যাত্রী যোগ করেন,“আমরা দিল্লি থেকে আসছি”।
শাহরুখের গাড়ির পেছনে ছুটতে ছুটতে ফ্যানরা অভিনেতার নিরাপত্তারক্ষীদের গাড়ির ঝলকও ক্যামেরাবন্দি করেন। শেষ পর্যন্ত তাঁরা পৌঁছেও যান রোলস রয়েসের একেবারে পাশে। জোর গলায় ‘হাই’ ডাকলেও, কালো পর্দা টানা জানালার আড়ালে থাকায় শাহরুখের দেখা আর মেলেনি।
তবে দেখা না মিললেও, মজা পেয়েছে নেটপাড়া। ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, “রোলস রয়েসটার দিকেই যে ফোকাস, একেবারে কালচার্ড মানুষ!”আরেকজনের মন্তব্য, “গত সপ্তাহ থেকে উনি বেশি বেরোচ্ছেন মনে হয়, আমিও দু’বার জুহুতে পুলিশ এসকর্টসহ চেজ করেছি!” আরও একজন লেখেন, “এই রিলের এনার্জিটাই আলাদা।”
অন্যদিকে, কাজের দিক থেকে শাহরুখ খান এখন ব্যস্ত তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রকাশ পেয়েছিল ছবির প্রথম লুক। সল্ট-অ্যান্ড-পেপার লুকে দেখা গিয়েছিল অভিনেতাকে। রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবিতে শাহরুখের চরিত্রকে তিনি নিজেই বর্ণনা করেছেন “খুব ডার্ক” হিসেবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালে। ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশদ ওয়ার্সি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অভয় বর্মা-সহ আরও অনেকে।
