নিজস্ব সংবাদদাতা: কালার্স বাংলার ধারাবাহিক 'সোহাগ চাঁদ' একইভাবে দর্শকমনে জায়গা ধরে রেখেছে। যেখানে মাত্র কয়েকমাসেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক, সেখানে দেখতে দেখতে দু'বছর পার করে ফেলেছে সোহাগ ও চাঁদের গল্প। শুরুর দিন থেকে নিত্যনতুন টুইস্টে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
যদিও সোহাগ ও চাঁদের ভুল বোঝাবুঝি অনেকটা দূরে সরিয়ে দিয়েছে তাদের। কিন্তু তাদের ভালবাসার সেতু হিসাবে রয়েছে সোহাগ-চাঁদের মেয়ে চরকি। কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছে সোহাগ ও চাঁদকে এক করতে চরকি ঠিক করে তাদের বিয়ে দেবে। সোহাগকে বিয়েতে রাজি করানোর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেয় চরকি। কিন্তু তাতেও বিয়েতে রাজি হয়না তারা। সোহাগ ঠিক করে চরকিকে নিয়ে সে চলে যাবে। কিন্তু চাঁদ কিছুতেই রাজি হয় না। অবশেষে বিয়ের পিঁড়িতে বসে তারা।
কিন্তু এর মাঝেই ঘটে যায় আরও এক নতুন বিপদ। হটাৎ বাড়ি থেকে নিখোঁজ চরকি। এর মধ্যে বাড়িতে আসে দুর্যোধন ব্যানার্জি। জানায় যে সে নাকি সোহাগ চাঁদকে সাহায্য করবে চরকিকে খুঁজে পেতে। এই কথা জানার পর থেকেই চিন্তায় পরে সোহাগ। দুর্যোধন কীভাবে চরকির খোঁজ পেল? সে কী তবে কোনও বিশেষ কারণে তাদের সাহায্য করতে চাইছে? যদিও এইসব প্রশ্নের উত্তর খুঁজে পায় না তারা। এই প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
