উরফি জাভেদ—নামটা শুনলেই প্রথম যে শব্দ মাথায় ভেসে ওঠে, তা হল রগরগে বিতর্ক!  পাশাপাশি অবশ্যই ফ্যাশনের ছকভাঙা মুখ। কখনও প্লাস্টিক দিয়ে তৈরি পোশাক, তো কখনও স্রেফ জাল দিয়ে জড়ানো ড্রেস! নেটদুনিয়ার ‘ফ্যাশন ফায়ারক্র্যাকার’ তিনি। কিন্তু এইবার আলোচনার কেন্দ্রে তাঁর পোশাক নয়—তাঁর প্রেমজীবন!

সম্প্রতি, দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে উরফি নিজেই জানালেন, তাঁর একজন ভালবাসার মানুষ রয়েছে, যিনি থাকেন দিল্লিতে। আর উরফির সেই প্রেমের কাহিনি যেন সরাসরি রোম্যান্টিক সিনেমার চিত্রনাট্য!

 “আমার প্রেমিক ৬ ফুট ৪ ইঞ্চি, ওর কোনও ডিজিটাল উপস্থিতি নেই”—উরফির স্বীকারোক্তি! সাক্ষাৎকারে প্রথমেই উরফিকে তাঁর হাই হিল নিয়ে ঠাট্টা করা হয়। তখনই নায়িকা হেসে বলেন— “আমি ৮.৬ ইঞ্চির হিল পরি, কারণ আমার বয়ফ্রেন্ড ৬ ফুট ৪ ইঞ্চি।”

এই মন্তব্য শুনে সাক্ষাৎকারকারীর চোখ কপালে। সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে—কে এই প্রেমিক? তখন উরফি জানান, তিনি দিল্লির ছেলে এবং তিনি অত্যন্ত লাজুক স্বভাবের।  এমনকী, সমাজমাধ্যমেও একটি পোস্টও নেই তাঁর। 

ডিজিটাল জগতে একেবারে অদৃশ্য। প্রতি শুক্র, শনি, রবিবার উরফি দিল্লি উড়ে যান প্রেমিকের সঙ্গে সময় কাটাতে। এতটাই সিরিয়াস তাঁদের সম্পর্ক।

 আসলে, প্রথম দেখা, আর অল্পেই ‘শাদি’ ভাঙা! উরফির কথায়, “আমরা দেখা কাকতালীয়ভাবে হয়েছিল। একই জায়গায়, একসঙ্গে ছিলাম। কিন্তু ব্যাপারটা মজার—সেই সময় ওর বাবা-মাও সেখানে ছিলেন। ওর জন্য একটি অ্যারেঞ্জ ম্যারেজের আলোচনা চলছিল।”

এরপরেই হাসতে হাসতে উরফি বলে ওঠেন— “আমি ওর বিয়ে ভেঙে দিলাম। মানে, আসলে বিয়েটা ফাইনাল হয়নি তখনও। কিন্তু ওই মিটিং-টার পরই সব শেষ!”

 অতীত প্রেম: পারাস কালনাওয়াত, ট্যাটু, আর ব্রেকআপের কাহিনি:
 উরফির ব্যক্তিগত জীবনে প্রেম নতুন নয়। ২০১৭ সালে ‘মেরি দুর্গা’ ধারাবাহিকের সেটে তাঁর সঙ্গে প্রেম শুরু হয়েছিল টেলিভিশন অভিনেতা পারাস কালনাওয়াতের।কিন্তু মাত্র ৫ মাসেই সম্পর্ক ভেঙে যায়। পারাস তাঁর নামে ট্যাটুও করিয়েছিলেন, কিন্তু উরফির জবাব— “ একটা ট্যাটু দিয়ে লাভ নেই, পুরো শরীরে ট্যাটু করলেও আমি আর ফিরব না।”

 প্রফেশনাল লাইফেও ছন্দে উরফি।   ‘বিগ বস ওটিটি সিজন ১’-এ নজর কাড়েন দর্শকদের। করণ জোহরের  গেম শো ‘দ্য ট্রেইটর্স’-এর বিজয়ী তিনি।  ফ্যাশনের মাধ্যমে এখনো ইন্টারনেট সেনসেশন। 

তবে প্রশ্ন থেকেই যায়, কে এই রহস্যময় দিল্লির প্রেমিক? নাম বলেননি উরফি। ইনস্টাগ্রামে নেই। সোশ্যাল মিডিয়ায় ছবি নেই। শুধু জানানো হয়েছে— “ভীষণ লাজুক , আর ভীষণ ভাল মানুষ।”


তবে এমন ছেলেকে পছন্দ করে ফেলেছেন ‘আউটস্পোকেন’ উরফি? হয়তো বিপরীত মেরু-ই টানে একে অপরকে!

 নেটপাড়ার প্রতিক্রিয়া

 “উরফির নতুন লুক নয়, এবার প্রেমিক ট্রেন্ডিং!”
 
“বিয়ে ভাঙানো থেকে শুরু করে উইকএন্ড রোম্যান্স—সবই আছে!”
 
“পোস্ট নেই, ছবি নেই, কে জানে উনি আসলেই আছেন কি না!” (স্মাইলি সহ)

 
উরফির পোশাক যেমন চমকে দেয়, তাঁর প্রেমের গল্পও যেন চিত্রনাট্যকেও হার মানায়। লাজুক দিল্লির ছেলের সঙ্গে সাহসী মুম্বই-কন্যার প্রেমকাহিনি এখন বলিপাড়ার -এর আলোচনার বিষয়।

তবে একটা কথা বলা যায়— এই প্রেমে যদি বিয়ে হয়, তা হলে তামাম মিডিয়া ভেঙে পড়বে সেই ‘অজানা প্রেমিক’-এর খোঁজে!
আর যদি না হয়— তাও বলতেই হবে, উরফি প্রেমিক নির্বাচনেও ট্র্যাডিশন ভাঙলেন!