কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু। একদিনে হননি। প্রচুর ওঠাপড়া, লড়াই, চোখের জল, অপমান, লাঞ্ছনা সয়ে আজ তিনি আন্তর্জাতিক স্তরের গায়ক। শুরুতে তবলিয়া হিসেবে অনুষ্ঠানে যেতেন। বাড়িতে সাঙ্গীতিক পরিবেশ। দাদা, বাবা সবাই গুণী শিল্পী। তাঁদের গানে সঙ্গত করতেন তিনি। একদিন আচমকা এক অনুষ্ঠানে পরের শিল্পী দেরি করে আসায় ফাঁক ভরাট করেছিলেন কুমার শানু। বাকিটা ইতিহাস। ৩১ মার্চ তাঁর জন্মদিন। এদিন গায়ক জানালেন, এই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর ডেটন শহর এই দিনটিকে কুমার শানু ডে হিসেবে পালন করে। এর জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সেই শহরের মেয়র মাইকেল. আর. টার্নার, সমস্ত শহরবাসী এবং বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অনুরাগীদের। তাঁর মতে, ২০০১-এর এই বিশেষ সম্মান তাঁদের জন্যই তিনি পেয়েছেন।

এই ঘটনা হয়তো অনেকেরই অজানা। এমনই আরও অনেক অজানা ঘটনা কুমার শানুর জীবনে। যেমন, তিনি এখনও পর্যন্ত ২৬টি ভাষায় গান গেয়েছেন। গানের সংখ্যা ২৫ হাজার ছুঁইছুঁই। তার মধ্যেই মনখারাপ করা ঘটনা, গায়কের অনেক গান সংরক্ষণ করা যায়নি। মুম্বইয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বরাবরই দেখতেন। তার জন্য টানা ৬-৭ বছর হোটেলে গেয়েছেন। শেষে শিঁকে ছেড়ে মহেশ ভাটের ‘আশিকী’ ছবিতে। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Kumar Sanu (@kumarsanuofficial)