নিজস্ব সংবাদদাতা: 'পুষ্পা ২' ছবির 'কিসিক' গানটির বাংলা সংস্করণটি গেয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা উজ্জয়িনী মুখোপাধ্যায়। ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে সেই গান। ছাড়িয়ে গিয়েছে ১ মিলিয়ন ভিউস। এই ছবি এবং গানের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল জানালেন উজ্জয়িনী। প্রথমে নাকি তিনি বিশ্বাসই করতে পারেননি সত্যি এই গানটি তিনিই গাইছেন।


উজ্জয়িনীর কথায়, "এই গানটির কথা বলতে গেলে যাঁর কথা প্রথমে বলতেই হয় তিনি তিমির বিশ্বাস। তিমিরদা নিজেও এই ছবিতে গান গেয়েছেন এবং আমার রেফারেন্সও তিমিরদাই দিয়েছেন। অদ্ভুত ব্যাপার, এই গানটির ক্ষেত্রে আলোচনা থেকে রেকর্ডিং হওয়া সবটাই ১২ ঘণ্টার মধ্যে। সাউথ ইন্ডাস্ট্রিতে সকলে এত দ্রুত কাজ করেন, যে আলোচনা করতেও তেমন সময় নেননি। যেমন কথা সঙ্গে সঙ্গে তেমন কাজ। প্রথম দিকে আমার একটু ভয় লাগছিল ঠিকই, ভাবছিলাম পারব কিনা কিন্তু ওঁরা বেশি আত্মবিশ্বাসী ছিলেন।"

 

তিনি আরও বলেন, "মাত্র ১২ ঘণ্টার মধ্যে রেকর্ডিং করে আবার কলকাতাতেও ফিরে আসি একটি অনুষ্ঠানের জন্য। ভিউসের থেকেও এই গানের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আল্লু অর্জুন আমার এই গানে নেচেছেন,সেটাই যথেষ্ট।"


গানটি মুক্তির পর থেকেই অনেক শ্রোতাদের বক্তব্য অন্যান্য সংস্করণের থেকে বাংলা সংস্করণে বেশি ভাল লাগছে শুনতে। যদিও এর আগে হিন্দি ছবিতে গান গাওয়ার পাশাপাশি তেলুগু ছবিতেও গান গেয়েছেন উজ্জয়িনী। তবে এর আগে নিজের বাড়িতে গান রেকর্ডিং হলেও এবার সরাসরি চেন্নাইতে গিয়ে গানের রেকর্ডিং করেন গায়িকা।