প্রকাশ্যে এল চলতি সপ্তাহের বাংলার ধারাবাহিকের মার্কশিট, অর্থাৎ টিআরপি তালিকা । আর তা দেখে রীতিমত চমকে উঠতে হল। একসময় যে একচ্ছত্রভাবে বেঙ্গল টপার হয়েছে পরপর সেই 'জগদ্ধাত্রী' কিনা ছিটকে গেল সেরা ৫ থেকে! জায়গা হারাল 'ফুলকি'ও! এই সপ্তাহের সেরা ১০ এ কারা জায়গা ধরে রাখল, কেই বা হল বেঙ্গল টপার জেনে নিন।
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে 'পরশুরাম আজকের নায়ক'। একই নম্বর পেয়েছে গত সপ্তাহের মতোই, অর্থাৎ ৭.১। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা অভিনীত এই ধারাবাহিক যে। দর্শকদের বেশ মনে ধরেছে সেটা বোঝা যাচ্ছে।
'রাঙামতী তীরন্দাজ'ও নিজের জায়গা ধরে রেখেছে। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। সময় বদলালেও হেরফের হল 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র না জনপ্রিয়তায়। উল্টে নম্বর বাড়িয়ে তিন নম্বর স্থানে উঠে এল রাজনন্দিনী পালের এই ধারাবাহিক। 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' ধারাবাহিকের এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৬.৫।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আরও কমল 'পরিণীতা' ধারাবাহিকের নম্বর। কমল স্থানও। তিন থেকে চার নম্বরে নেমে এসেছে রায়ান, পারুলের গল্প। উদয় প্রতাপ সিংয়ের এই ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ৬.৩ নম্বর। যতই সেটে সমস্যা হোক, কানাঘুষোয় যতই শোনা যাক জিতু কামাল ছেড়ে দিয়েছেন আর্যর চরিত্র, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু এখনও অটুট। গত সপ্তাহের মতো একই নম্বর অর্থাৎ ৬.১ পেয়ে পাঁচ নম্বর স্থান ধরে রাখল দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল অভিনীত এই ধারাবাহিক। বর্তমানে টলি পাড়ার অন্দরের খবর, জিতু এই ধারাবাহিক ছেড়ে দেওয়ায় এখন নতুন করে নায়কের খোঁজ শুরু হয়েছে। শেষ পর্যন্ত কাকে আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যায় সেটাই এখন দেখার।
ছয় নম্বরে উঠে এসেছে স্টার জলসার নতুন ধারাবাহিক 'ও মোর দরদিয়া'। রণিতা দাস অভিনীত এই ধারাবাহিক চলতি সপ্তাহে পেয়েছে ৫.৯। গত সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ছিল ৫.৭, ছিল আট নম্বরে।
সেরা পাঁচ থেকে ছিটকে সোজা সাত নম্বরে নেমে এসেছে 'জগদ্ধাত্রী'। জি বাংলার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। একই নম্বর পেয়ে সাত নম্বরে রয়েছে 'জোয়ার ভাঁটা'। এই ধারাবাহিক গত সপ্তাহে নয় নম্বরে ছিল। ফলে শ্রুতি এবং আরাত্রিকার ধারাবাহিক যে ধীরে ধীরে নজর কাড়ছে সেটা বলা যায়।
'চিরসখা'ও সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে। এই ধারাবাহিকের স্থান হয়েছে এবার টিআরপি তালিকায় আট নম্বরে। অপরাজিতা এবং সুদীপের এই মেগা এই সপ্তাহে পেয়েছে ৫.৭। নয় নম্বরে রয়েছে 'আমাদের দাদামণি' এবং 'ফুলকি'। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫।
দশ নম্বরে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। ৫.৪ নম্বর পেয়েছে শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তীর এই ধারাবাহিক।
অন্যদিকে 'সারেগামাপা'র জনপ্রিয়তার কাছে ফিকে পড়ছে জলসার ধারাবাহিক। 'সারেগামাপা' পেয়েছে ৪.৭। অন্যদিকে জলসার ধারাবাহিক পেয়েছে ৩.৭। 'দিদি নম্বর ওয়ান' এই সপ্তাহে ১.৫ এবং ২.৮ পেয়েছে সোমবার থেকে শনিবার পর্যন্ত। আর সানডে ধামাকা পর্বে এই রিয়েলিটি শোয়ের প্রাপ্ত নম্বর ৪.৪।
