সদ্যই এক বছর পূর্ণ করল উদয় প্রতাপ সিং এবং ঈশানি চট্টোপাধ্যায় অভিনীত ধারাবাহিক 'পরিণীতা'। গত সপ্তাহেই টিআরপি টপার হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু এই সপ্তাহে স্থানচ্যুত হল পারুল-রায়ানের জুটির গল্প। বরং সেখানে এই সপ্তাহে এক নম্বরে উঠে এল 'পরশুরাম আজকের নায়ক'।
চলতি সপ্তাহে ৭.১ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে 'পরশুরাম আজকের নায়ক'। প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপিতে ভালই ফল করছে। কখনও কখনও এক নম্বর স্থান হাতছাড়া হলেও, সেরা পাঁচে নিজের জায়গাটা টিকিয়ে রেখেছে ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার এই ধারাবাহিক। তবে, এই সপ্তাহে চমক দেখিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'রাঙামতী তীরন্দাজ'। গত সপ্তাহে এটি তিন নম্বরে ছিল। সেখানে কিছুটা নম্বর বাড়িয়ে 'রাঙামতী'র এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৬।
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় তিন নম্বরে রয়েছে 'পরিণীতা'। হ্যাঁ, পারুল, রায়ানের গল্প এক নম্বর থেকে ছিটকে সোজা তিন নম্বরে নেমে এসেছে। সদ্যই হইহই করে ৩৬৫ দিন পার করার উদ্যাপন করেছে এই ধারাবাহিক। জি বাংলার এই হিট ধারাবাহিকের চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৪।
চার নম্বরে একসঙ্গে তিনটি ধারাবাহিক রয়েছে এই সপ্তাহে। সকলেরই প্রাপ্ত নম্বর ৬.২। প্রায় তিন বছর অতিক্রম করে ফেলা এই ধারাবাহিক এখনও সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে। একটা সময় লাগাতার টিআরপি তালিকায় এক নম্বরে থাকত এই ধারাবাহিক। 'জগদ্ধাত্রী'র সঙ্গে রয়েছে 'চিরসখা' এবং 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। 'রাণী ভবানী'তে লোকনাথের এন্ট্রি হওয়ায় দর্শকদের আগ্রহ বেশ বেড়েছে। অন্যদিকে স্বতন্ত্র এবং কমলিনীর প্রেম কাহিনি তো দর্শকদের বরাবরই পছন্দের। তবে তাদের বিয়ের পর গল্প যে আরও আকর্ষণীয় এবং টানটান হয়ে উঠেছে সেটা টিআরপি বুঝিয়ে দিচ্ছে।
পাঁচ নম্বরে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের এই মেগার চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.১। ছয় নম্বরে রয়েছে 'আমাদের দাদমণি'। প্রতীক সেনের ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ৫.৯ নম্বর।
এই সপ্তাহে সাত নম্বরে রয়েছে 'ফুলকি'। একদা সেরা পাঁচ, বা বলা ভাল সেরা ৩ এ থাকা এই ধারাবাহিকের নম্বরে বিপুল পতন ঘটেছে। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৫.৮।
'ও মোর দরদিয়া' শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করছে। রণিতা দাস এত বছর পর ছোট পর্দায় ফিরেই চমক দেখালেন। এই সপ্তাহে তাঁর ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭ পেয়ে আট নম্বরে রয়েছে।
নিশা এবং উজির গল্প তো দর্শকদের প্রথম থেকেই নজর কেড়েছে। উজির বিয়ের পর্বগুলোতে তাঁদের আগ্রহ আরও বেড়েছিল সেটা চলতি সপ্তাহের টিআরপি বুঝিয়ে দিল। এই সপ্তাহে নয় নম্বরে রয়েছে 'জোয়ার ভাঁটা'। শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি অভিনীত এই ধারাবাহিক পেয়েছে ৫.৬ নম্বর। দশ নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। শুভস্মিতার ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩।
'দিদি নম্বর ওয়ান' সোমবার থেকে শনিবার পর্যন্ত পেয়েছে ১.৬ এবং ২.৭ নম্বর। সানডে ধামাকা পর্বে এই রিয়েলিটি শোয়ের প্রাপ্ত নম্বর ৪.৯। ওই একই সময় জলসায় ছিল ধারাবাহিকগুলোর সম্মিলিত প্রাপ্ত নম্বর ৬.৬। 'সারেগামাপা' পেয়েছে ৫.১। আর একই সময় স্টার জলসার ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৩.৯।
