নিজস্ব সংবাদদাতা: কেরিয়ার শুরু হয় ক্যামেরার পিছনে সহ পরিচালকের ভুমিকায়। এরপর একে একে টেলিভিশন থেকে ওটিটি, বড়পর্দায়ও নজর কেড়েছেন অভিনেত্রী তৃণা সাহা। মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত সিরিজ 'মিল্কশেক মার্ডার'। কিন্তু অন্যদিকে কবে আবারও ছোটপর্দায় ফিরবেন তিনি? এই প্রশ্ন দর্শকমনে। এর উত্তরে আজকাল ডট ইন-কে তৃণা বলেন, "ছোটপর্দায় ভাল চরিত্র পেলে অবশ্যই ফিরব। আপাতত কিছুদিনের বিরতি নিয়েছি।"

স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে যৌথভাবে তৈরি করেছেন পোশাক বিপননী সংস্থা। নাম ‘ক্লথ বাই তৃনীল’। বর্তমানে এই সংস্থাকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। তার মাঝে নিজেকে নতুন করে দর্শকের সামনে আনারও ইচ্ছা প্রকাশ করলেন তৃণা। তাঁর কথায়, "প্রেম থেকে থ্রিলার এমনকী কমেডি সব ঘরানায় কাজ করেছি। এবার নিজেকে নেতিবাচক চরিত্রে দেখা ইচ্ছা আছে। নেতিবাচক চরিত্রে অভিনয় আমি কতটা ফুটিয়ে তুলতে পারি সেটা জানার খুব ইচ্ছা। সুযোগ পেলে পুরো নেতিবাচক না হলেও ধূসর চরিত্রে অভিনয় করব।"

ক্যামেরার পিছনে যাত্রা শুরু, পরিচালনায় আসার ইচ্ছা আছে? "অবশ্যই। আমি বরাবরই চেয়েছিলাম পরিচালনা করব। সঙ্গে অভিনয়ও করব। বেশ কিছু গল্প আমার লেখা রয়েছে। অনেক চিত্রনাট্য মাথাতেও রয়েছে। সময় আর সুযোগ পেলে এগোব।" বললেন অভিনেত্রী।

সদ্যই নীলের লাদাখ থেকে একটি মিউজিক ভিডিওর শুটিং সেরে ফিরেছেন তৃণা। চলছে আরও কিছু নতুন কাজের কথা। তবে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি বলে জানান অভিনেত্রী।