কলকাতায় এসেছিলেন আরিয়ান খান। শহরের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে শাহরুখ-পুত্রকে। তিলোত্তমার সঙ্গে শাহরুখ খানের যোগ থাকলেও আরিয়ানকে তেমন একটা দেখা যায়নি। তবে তাঁদের ক্রিকেট দল 'কেকেআর'-এর খেলায় অবশ্যই নজর কাড়েন আরিয়ান। ছোট থেকেই বাবার সঙ্গে ক্রিকেট গ্যালারিতে দেখা যায় তাঁকে। সেদিক থেকে বলতে গেলে আরিয়ানের কলকাতা সফর আগেও বহুবার হয়েছে। তবে এবার যেন তাঁর জন্য জনপ্রিয়তার মাত্রা আরেকটু বেশি। নেপথ্যে আরিয়ানের নেটফ্লিক্স সিরিজ 'ব্যাডস অফ বলিউড'।
শহরের ওই অনুষ্ঠানে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ হয় টলি অভিনেত্রী তৃণা সাহার। দু'জনের কথোপকথনের ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠানে গানের আওয়াজে কথা শোনা যাচ্ছিল না। তাই তৃণার কানে কানে কিছু বলতে দেখা যায় আরিয়ানকে। কী কথা হচ্ছিল দু'জনের মধ্যে?
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে তৃণা সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা আড্ডা দিয়েছি রীতিমতো। আসলে কেকেআর-এর কনটেন্ট তৈরি করি আমি। সেই সূত্রে আমার সঙ্গে ওর আলাপ হয়। ও নিজে থেকে এসে কথা বলে। শাহরুখ খানের ছেলে বলে এতটুকুও দেমাক নেই। নিজেও এত ভাল একজন পরিচালক, তবুও ওর কথাবার্তায় সেই অ্যাটাটিউডটা নেই। খুব সরল, খুব মিষ্টি ছেলে।"
তৃণার কথায়, "ওর সিরিজ নিয়ে কথা বললাম, কাজ নিয়ে অনেক কথা হল। এরপর আরও অবাক হয়ে গেলাম যখন আফটার পার্টিতে ও একদম সবার মাঝে মিশে গেল। সঙ্গে কোনও বডিগার্ড নেই, একদম নিজের মতো ফুরফুরে মেজাজে মিশে গিয়েছিল। আমার একটু তাড়া ছিল, ভাইরা এসেছিল আমার সঙ্গে। পরদিন শুটিং ছিল। আমি বেরনোর সময় যখন ওকে জানালাম, হাসছে আর বলছে, আমরা নাকি খুব বোরিং, ঠিক করে মজাই করতে পারি না।"
অভিনেত্রী আরও বলেন, "আসলে ওর এই সরলতাই বড্ড ভাল লেগেছে। শাহরুখ খানের যে স্টারডমটা আছে সেটা তো কেউ বিট করতে পারবে না। ও তো ছোট থেকেই এসব দেখছে, তাই হয়তো এত সহজে মিশে যেতে পারে। যাঁরা অল্পেই পরিচিতি পেয়ে যায় তাঁরাই হয়তো নিজেকে বিশাল কিছু ভাবতে শুরু করে। আমি তো সত্যিই মনে মনে ভাবছিলাম ওর থেকে অনেককিছু শেখার আছে।"
