সংবাদসংস্থা মুম্বই: 

 

আরিয়ানের ওয়েব সিরিজের ঘোষণা শাহরুখের 

অভিনয় নয়, এই ওয়েব সিরিজ পরিচালনা দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ-পুত্র আরিয়ানের। নাম ‘স্টারডম’। এর আগে সৃজনশীল উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন তিনি। বেশ কয়েক মাস আগে পরিচালনার অভিজ্ঞতা নিয়ে মুম্বই সংবাদসংস্থার সঙ্গে তিনি কথা বললেও এই বিষয়ে চুপ ছিলেন শাহরুখ। এবার মুখ খুললেন। সমাজমাধ্যমে ঘোষণা করলেন আরিয়ানের এই কাজের কথা। জানালেন, নেটফ্লিক্স ও তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট-এর যৌথ উদ্যোগে ওয়েব সিরিজ পরিচালনায় হাতেখড়ি হল তাঁর ছেলের। 

 

কেরিয়ারের শিখরে থাকতেই কেন বিয়ে?

আটের ও নয় দশকে বলিউড কাঁপিয়েছিলেন তিনি। তিনি, মাধুরী দীক্ষিত।  তবে কেরিয়ারের শিখরে থাকাকালীনই বিয়ে করে নিয়েছিলেন বলিপাড়ার এই 'ধক ধক গার্ল'। কেন এমন করেছিলেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছেন তাঁর কাছে বলিউডের মোহ, খ্যাতি কোনওদিন জীবনের একমাত্র লক্ষ্য ছিল না। নিজেকে তিনি কোনওদিনই একজন বড় তারকা ভাবেননি, তাই কেরিয়ারের শিকড়ে থাকাকালীন বিয়ে করতে বিন্দুমাত্র সমস্যা হয়নি তাঁর, দাবি অভিনেত্রীর। 

 

‘ওয়ার ২’-এ আসছেন শ্রদ্ধা?

‘স্ত্রী ২’ বক্স অফিসে সুপারহিট হওয়ার পর থেকেই শ্রদ্ধা কাপুরকে নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকের। যদিও আগামী ছবির কথা এখনও ঘোষণা করেননি এই অভিনেত্রী। তবে এবার শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’-এ পা রাখতে চলেছেন শ্রদ্ধা। না, না নায়িকা হিসাবে নয়। ফিসফাস, ছবির একটি 'আইটেম সং'-এর তালে শরীরী বিভঙ্গে হিল্লোল তুলবেন এই বলি-সুন্দরী। সেই গানের ভিডিওতে শ্রদ্ধার সঙ্গে নাকি দেখা যাবে হৃতিক রোশন এবং এনটিআর জুনিয়রকেও।