সংবাদ সংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'সাজন'-এর সিক্যুয়েলে সঞ্জয়?
সঞ্জয় দত্ত মানেই পর্দায় গরম গরম সংলাপ এবং গা গরম করা মারপিটের দৃশ্য। বয়স ৬০-এর কোঠা পেরোলেও সঞ্জয়ের নতুন ছবিতেও তাঁর অ্যাকশন দৃশ্যের ঝলক পেতে হা-পিত্যেশ করে বসে থাকেনদর্শককুল। তবে সম্প্রতি সঞ্জয় জানালেন, আজও সুযোগ পেলে 'সাজন'-এর মতো ছবিতে অভিনয় করতে চান। যদি চিত্রনাট্য পোক্ত হয়, 'সাজন'-এর সিক্যুয়েলেও কাজ করতে আগ্রহী তিনি। সেই ছবিতে একজন সংবেদনশীল যুবকের চরিত্রে দেখা গিয়েছিল সঞ্জয়কে যে কবিতাও লিখত। সঞ্জয়ের কথায়, 'আরও একটি 'সাজন' করতেই পারি। ওই ছবিতে কাজ করে খুব ভাল লেগেছিল আমার'। প্রসঙ্গত, 'সাজন' ছবির সব গান আজও বলিপ্রেমী মানুষের মুখে মুখে ফেরে। ছবিতে সঞ্জয়ের সঙ্গে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিত এবং সলমন খানকে।
এবার সুপ্রিম কোর্টে 'লাপতা লেডিজ'
এবার 'লাপতা লেডিজ' পৌঁছল সুপ্রিম কোর্টে! কিরণ রাও পরিচালিত 'লাপাত্তা লেডিজ' ছবিটি দারুণ জনপ্রিয় হয়েছিল ওটিটিতে। সেই ছবি এবং কলাকুশলীদের নিয়ে বিস্তর চর্চা হয়েছিল দর্শক ও সমালোচক-দুই মহলেই। এবং তা অবশ্যই সদর্থক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-এর উদ্যোগেই এদিন অর্থাৎ ৯ অগস্ট এ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রধান বিচারপতি ছাড়াও দর্শকাসনে থাকবেন আরও ৯ জন বিচারপতি ও তাঁদের স্ত্রীরা। এছাড়াও থাকবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি মেম্বার্সরা। ছবি শেষ হওয়ার পর সবার সঙ্গে ছবি সম্পর্কিত নানা ঘটনার স্মৃতিচারণ করবেন আমির এবং কিরণ।
অলিম্পিকে একা অভিষেক
আজকাল যে কোনও অনুষ্ঠানে বাবা-মা সঙ্গে না থাকলে একাই হাজির হন অভিষেক বচ্চন। সঙ্গে থাকেন না স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন কিংবা তাঁদের সন্তান আরাধ্যা। অন্যদিকে, ঐশ্বর্য স্রেফ তাঁর মেয়েকেই সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন যে কোনও অনুষ্ঠানে। বলাই বাহুল্য, তাঁদের সঙ্গে থাকেন না অভিষেক। ফলে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা প্রতিদিন বেড়ে চলার সঙ্গে আরও তীব্র হচ্ছে। এইমুহূর্তে প্যারিসে অলিম্পিক দেখতে হাজির হয়েছেন 'জুনিয়র বি'। স্টেডিয়াম থেকে হাসিমুখে জাতীয় পতাকা হাতে সমাজমাধ্যমে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে যে তাঁর পাশে ঐশ্বর্যা নেই, সেকথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বলি-তারকার ছবিতে হৃদয়ের ইমোজি জুড়ে 'জয় হিন্দ' লি খেছেন তাঁর দিদি শ্বেতা।
'সাজন'-এর সিক্যুয়েলে সঞ্জয়?
সঞ্জয় দত্ত মানেই পর্দায় গরম গরম সংলাপ এবং গা গরম করা মারপিটের দৃশ্য। বয়স ৬০-এর কোঠা পেরোলেও সঞ্জয়ের নতুন ছবিতেও তাঁর অ্যাকশন দৃশ্যের ঝলক পেতে হা-পিত্যেশ করে বসে থাকেনদর্শককুল। তবে সম্প্রতি সঞ্জয় জানালেন, আজও সুযোগ পেলে 'সাজন'-এর মতো ছবিতে অভিনয় করতে চান। যদি চিত্রনাট্য পোক্ত হয়, 'সাজন'-এর সিক্যুয়েলেও কাজ করতে আগ্রহী তিনি। সেই ছবিতে একজন সংবেদনশীল যুবকের চরিত্রে দেখা গিয়েছিল সঞ্জয়কে যে কবিতাও লিখত। সঞ্জয়ের কথায়, 'আরও একটি 'সাজন' করতেই পারি। ওই ছবিতে কাজ করে খুব ভাল লেগেছিল আমার'। প্রসঙ্গত, 'সাজন' ছবির সব গান আজও বলিপ্রেমী মানুষের মুখে মুখে ফেরে। ছবিতে সঞ্জয়ের সঙ্গে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিত এবং সলমন খানকে।
এবার সুপ্রিম কোর্টে 'লাপতা লেডিজ'
এবার 'লাপতা লেডিজ' পৌঁছল সুপ্রিম কোর্টে! কিরণ রাও পরিচালিত 'লাপাত্তা লেডিজ' ছবিটি দারুণ জনপ্রিয় হয়েছিল ওটিটিতে। সেই ছবি এবং কলাকুশলীদের নিয়ে বিস্তর চর্চা হয়েছিল দর্শক ও সমালোচক-দুই মহলেই। এবং তা অবশ্যই সদর্থক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-এর উদ্যোগেই এদিন অর্থাৎ ৯ অগস্ট এ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রধান বিচারপতি ছাড়াও দর্শকাসনে থাকবেন আরও ৯ জন বিচারপতি ও তাঁদের স্ত্রীরা। এছাড়াও থাকবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি মেম্বার্সরা। ছবি শেষ হওয়ার পর সবার সঙ্গে ছবি সম্পর্কিত নানা ঘটনার স্মৃতিচারণ করবেন আমির এবং কিরণ।
অলিম্পিকে একা অভিষেক
আজকাল যে কোনও অনুষ্ঠানে বাবা-মা সঙ্গে না থাকলে একাই হাজির হন অভিষেক বচ্চন। সঙ্গে থাকেন না স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন কিংবা তাঁদের সন্তান আরাধ্যা। অন্যদিকে, ঐশ্বর্য স্রেফ তাঁর মেয়েকেই সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন যে কোনও অনুষ্ঠানে। বলাই বাহুল্য, তাঁদের সঙ্গে থাকেন না অভিষেক। ফলে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা প্রতিদিন বেড়ে চলার সঙ্গে আরও তীব্র হচ্ছে। এইমুহূর্তে প্যারিসে অলিম্পিক দেখতে হাজির হয়েছেন 'জুনিয়র বি'। স্টেডিয়াম থেকে হাসিমুখে জাতীয় পতাকা হাতে সমাজমাধ্যমে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে যে তাঁর পাশে ঐশ্বর্যা নেই, সেকথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বলি-তারকার ছবিতে হৃদয়ের ইমোজি জুড়ে 'জয় হিন্দ' লি খেছেন তাঁর দিদি শ্বেতা।
