সংবাদসংস্থা মুম্বই: মায়ানগরীর আনাচে কানাচে খবর অফুরান। সব জানতে চোখ রাখুন বিনোদন এক নজরে।
 
করণের কীর্তি ফাঁস
"কফি উইথ করণ" এর অনুষ্ঠানে এসে সঞ্চালককেই বেফাঁস মন্তব্য করে বসলেন রানি মুখোপাধ্যায় ও কাজল। দুই অভিনেত্রী একসঙ্গে কাজ করেছেন "কুছ কুছ হত্যা হ্যায়", "কভি খুশি কভি গম" ছবিতে। যেদুটি পরিচালনা করেছেন করণ জোহর। আর সেই সময় নাকি অভিনেত্রীদের অপব্যবহার করেছেন পরিচালক। সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে বলিউড। অনেকেই মনে করছেন মজার ছলে সত্যি কথাই বলেছেন অভিনেত্রীরা। সমালোচকের একাংশের মত, করিনা কাপুরকে দেখেই নাকি ঠোঁটকাটা জবাব দিতে শিখেছেন অনেকেই।
 
আয়ারল্যান্ডে কুমার শানু:
এই প্রথম আয়ারল্যান্ড অনুষ্ঠান করতে যাচ্ছেন কিংবদন্তি শিল্পী কুমার শানু। সেই খবর অনুরাগীদের জানাতেই সকাল সকাল সোশ্যাল মিডিয়ার পাতায় লাইভে এসে আনন্দ প্রকাশ করলেন শিল্পী। শিফোল এয়ারপোর্ট থেকে তিনি জানালেন, এত বছরের কেরিয়ারে কখনও আয়ারল্যান্ডের অনুরাগীদের গান শোনানোর সুযোগ হয়নি তাঁর। তাই ওই দেশের শ্রোতারা যেমন আগ্রহের সঙ্গে অপেক্ষায় রয়েছেন, তিনিও উন্মুখ হয়ে আছেন ওই প্রদেশের মানুষদের সামনে নিজের শিল্প উপস্থাপনা করতে। তাই সাদা কালো পুলওভার আর কেতাদুরস্ত রোদচশমায় নিজের এয়ারপোর্ট লুক সম্পূর্ণ করেছেন শিল্পী।
সংকটজনক রোহিত বল
ফ্যাশন ডিজাইনার রোহিত বল, হৃদরোগে আক্রান্ত হয়ে মেদান্ত হাসপাতালে ভর্তি। অবস্থা সংকটজনক হওয়ার কারণে এই মুহূর্তে তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। আগে, ২০১০ সালের ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে আপৎকালীন অবস্থায় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। তাঁর এই অবস্থায় স্বভাবতই শোকের ছায়া বলিউডে।