বছর শেষের উৎসবমুখর আবহে প্রেমের আবেশ ছড়িয়ে দিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী অমিত কুমার। কিশোর-পুত্রের কণ্ঠে নতুন বাংলা রোম্যান্টিক সিঙ্গল ‘তোমাকেই নিয়ে যত স্বপ্ন’ কলকাতায় এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করল ফ্লিক্সবাগ মিউজিক সংস্থা। এই গানের কথা, সুর ও সমগ্র ভাবনা শ্রীরাজ মিত্র-র। পাঁচ দশকের বেশি দীর্ঘ কেরিয়ারে অমিত কুমার ফের একবার তাঁর কণ্ঠের মাধ্যমে ভালবাসা, ব্যথা ও আবেগ একসঙ্গে শ্রোতার কাছে পৌঁছে দিতে প্রস্তুত।

 

 

 

গানটির আয়োজন করেছেন সঙ্গীত পরিচালক রকেট মণ্ডল। গানের ভিডিওটি পরিচালনার দায়িত্ব সামলেছেন সম চক্রবর্তী, যিনি এর চিত্রনাট্যও লিখেছেন। এই ভিডিওতে অভিনয় করেছেন ইন্দ্রজিৎ ঘোষ ও নবাগতা স্নেহা ধর। এই ভিডিও বলে একটি আধুনিক যুগলের প্রেমের কথা। একসঙ্গে যাপন, টানাপড়েন, অভিমান এবং গভীর আকাঙ্ক্ষার গল্প ধরা পড়েছে তাঁদের অভিনয়ে, যা গানের সঙ্গে যোগ করেছে আরও বাস্তব স্পর্শ।

 

 

 

গান নিয়ে উচ্ছ্বসিত অমিত কুমার নিজেও। বললেন, “‘তোমাকেই নিয়ে যত স্বপ্ন’ একেবারে হৃদয়ছোঁয়া প্রেমের গান। শ্রীরাজের লেখা ও সুর ভালবাসা, আকুলতা ও বেদনার আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। গানটি রেকর্ড করে দারুণ আনন্দ পেয়েছি। আশা করি, শ্রোতারাও নিশ্চয়ই অনুভব করবেন সেই আবেগ।”

 

 

‘তোমাকেই নিয়ে যত স্বপ্ন’  গীতিকার-সুরকার শ্রীরাজ মিত্র বললেন, “অমিতদার গানের জন্য সুর করা স্বপ্নের মতো। এই প্রজেক্টে তিনি নিজে গভীরভাবে যুক্ত থেকেছেন, প্রতিটি নোটে তাঁর নিখুঁত ছোঁয়া আছে। এই গানটা মূলত এক পুরুষের দৃষ্টিকোণ থেকে। তার ভালবাসা, সম্পর্কে থাকা ওঠানামা, দূরত্ব, আবার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা সবকিছুই এখানে ধরা আছে। আর একটি আংটিকে আমরা ব্যবহার করেছি আবেগের প্রতীক হিসেবে, যা সম্পর্ককে ধরে রাখার প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করতে চেয়েছি দর্শকের কাছে।”

 

ফ্লিক্সবাগ মিউজিক-এর প্রতিষ্ঠাতা দেব চক্রবর্তী এ প্রসঙ্গে বললেন, “অমিত কুমারের মতো কিংবদন্তির সঙ্গে ফের একবার কাজ করা এক অসাধারণ অভিজ্ঞতা। শ্রীরাজের এই প্রস্তাব আসতেই আমরা রাজি হয়ে যাই। গান ও ভিডিও দুটোই মন ছুঁয়ে যাওয়ার মতো হয়েছে। ইন্দ্রজিৎ ও স্নেহার অভিনয়ও প্রশংসনীয়।”

 

 

 

 

 

 

 

নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রেম, আবেগ ও সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েনকে নতুন করে অনুভব করার গান ‘তোমাকেই নিয়ে যত স্বপ্ন’, নিঃসন্দেহে বাংলা সঙ্গীতপ্রেমীদের প্লে-লিস্ট থেকে শুরু করে হৃদয়ে জায়গা করে নেবে, আশা নির্মাতাদের।