টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
এরপর সিদ্ধার্থ?
‘স্যাম বাহাদুর’-এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। মেঘনা গুলজারও পরের ছবি তৈরির প্রস্তুতি নিচ্ছেন। আগের ছবিতে ভিকি কৌশল নিজেকে উজাড় করে দিয়েছেন। খবর, পরিচালকের নজর এবার নাকি সিদ্ধার্থ মালহোত্রার উপরে। জ্বলন্ত সত্যি ঘটনা নিয়েই নাকি ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে। যা জেনে নড়ে বসেছেন অভিনেতা। সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু হবে।
জন্মদিনে নগ্ন সাজে
৪৩তম জন্মদিনে নগ্ন হলেন বিদ্যুৎ জামওয়াল। ১০ ডিসেম্বর তাঁর জন্মদিন। বিশেষ দিন কাটাচ্ছেন হিমালয়ের কোলে। সেখানেই জন্মদিনের পোশাকে তিনি। ওভাবেই স্নান করেছেন। রান্নাও করছেন। সেই ছবি ভাগ করে নিয়েছেন তিনি। অনুরাগীরা সামাজিক পাতায় ‘বিদ্যুৎ ঝলক’ দেখে বাকরুদ্ধ।
৩ তারকাকে আইনি নোটিশ
গুটকা সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখানোর অভিযোগে আইনি নোটিশ পেলেন শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমার। অভিযোগকারী এলাহাবাদ আদালতের লখনউ বেঞ্চে অভিযোগ জানান। অভিযোগকারীর যুক্তি, সমাজে এঁদের প্রভাব যথেষ্ট। এঁরা এই ধরনের বিজ্ঞাপনে অংশ নিলে এই প্রজন্ম কী শিখবে? মামলার শুনানি আগামী ৯ মে ধার্য করা হয়েছে।
সারার বদলে তৃপ্তি?
সন্দীপ রেড্ডি ভঙ্গা সবুজ সঙ্কেত দিলে ‘অ্যানিমেল’-এর ‘জোয়া’ হতেন সারা আলি খান। তিনি নাকি অডিশনও দিয়েছিলেন। কিন্তু তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে সন্দেহ ছিল খোদ পরিচালকের। তিনি রণবীর কাপুরের সঙ্গে সমান তালে যদি অভিনয় করতে যদি না পারেন এই দ্বিধা থেকেই সারার বদলে বেছে নেন তৃপ্তি দিমরিকে।
বিগ বসে আউরা
কে-পপ গায়ক এবং সুরকার আউরা সলমন খানের বিগ বস ১৭-এ যোগ দিচ্ছেন। খবর, শনিবার ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ বিভাগে যোগ দেন তিনি। রিয়্যালিটি শো-তে পা দিতেই শাহরুখ এবং সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
এরপর সিদ্ধার্থ?
‘স্যাম বাহাদুর’-এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। মেঘনা গুলজারও পরের ছবি তৈরির প্রস্তুতি নিচ্ছেন। আগের ছবিতে ভিকি কৌশল নিজেকে উজাড় করে দিয়েছেন। খবর, পরিচালকের নজর এবার নাকি সিদ্ধার্থ মালহোত্রার উপরে। জ্বলন্ত সত্যি ঘটনা নিয়েই নাকি ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে। যা জেনে নড়ে বসেছেন অভিনেতা। সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু হবে।
জন্মদিনে নগ্ন সাজে
৪৩তম জন্মদিনে নগ্ন হলেন বিদ্যুৎ জামওয়াল। ১০ ডিসেম্বর তাঁর জন্মদিন। বিশেষ দিন কাটাচ্ছেন হিমালয়ের কোলে। সেখানেই জন্মদিনের পোশাকে তিনি। ওভাবেই স্নান করেছেন। রান্নাও করছেন। সেই ছবি ভাগ করে নিয়েছেন তিনি। অনুরাগীরা সামাজিক পাতায় ‘বিদ্যুৎ ঝলক’ দেখে বাকরুদ্ধ।
৩ তারকাকে আইনি নোটিশ
গুটকা সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখানোর অভিযোগে আইনি নোটিশ পেলেন শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমার। অভিযোগকারী এলাহাবাদ আদালতের লখনউ বেঞ্চে অভিযোগ জানান। অভিযোগকারীর যুক্তি, সমাজে এঁদের প্রভাব যথেষ্ট। এঁরা এই ধরনের বিজ্ঞাপনে অংশ নিলে এই প্রজন্ম কী শিখবে? মামলার শুনানি আগামী ৯ মে ধার্য করা হয়েছে।
সারার বদলে তৃপ্তি?
সন্দীপ রেড্ডি ভঙ্গা সবুজ সঙ্কেত দিলে ‘অ্যানিমেল’-এর ‘জোয়া’ হতেন সারা আলি খান। তিনি নাকি অডিশনও দিয়েছিলেন। কিন্তু তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে সন্দেহ ছিল খোদ পরিচালকের। তিনি রণবীর কাপুরের সঙ্গে সমান তালে যদি অভিনয় করতে যদি না পারেন এই দ্বিধা থেকেই সারার বদলে বেছে নেন তৃপ্তি দিমরিকে।
বিগ বসে আউরা
কে-পপ গায়ক এবং সুরকার আউরা সলমন খানের বিগ বস ১৭-এ যোগ দিচ্ছেন। খবর, শনিবার ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ বিভাগে যোগ দেন তিনি। রিয়্যালিটি শো-তে পা দিতেই শাহরুখ এবং সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
