জন্মের পরেই যৌন হেনস্থার শিকার! মর্মান্তিক অভিজ্ঞতার কথা ফাঁস করলেন এই জনপ্রিয় অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা
১১ জানুয়ারি ২০২৬ ১২ : ১৮
শেয়ার করুন
1
6
দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী পার্বতী তিরুবোথু তাঁর সাহসী অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা লড়াই নিয়ে কথা বলতে কখনওই পিছপা হন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের এক মর্মান্তিক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই মালয়ালম তারকা, যা নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
2
6
পার্বতী জানান, খুব অল্প বয়সেই তাঁকে অপরিচিত ব্যক্তিদের হাতে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল। সেই ভয়াবহ স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, "আমাদের সমাজে মেয়েদের দুর্ভাগ্য এটাই যে, আমরা জন্ম নেওয়ার পর থেকেই কোনও না কোনওভাবে লাঞ্ছিত বা হেনস্থার শিকার হতে থাকি।" তিনি জানান, ছোটবেলায় যখন তিনি এসবের সঠিক মানেও বুঝতেন না, তখন থেকেই তাঁর ওপর এই মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়।
3
6
পার্বতীর কথায়, "অটোতে ওঠার সময় কেউ একজন চিমটি কেটে দিল। আবার কখনও রেলওয়ে স্টেশনে মাকে এগিয়ে দিয়ে বাবার সঙ্গে ফেরার সময় ভিড়ের মধ্যে কেউ সজোরে বুকে থাপ্পড় মেরে চলে গেল। সেটা কেবল ছোঁয়া ছিল না, ছিল মনের মধ্যে প্রচণ্ড আঘাত! আমি তখন নেহাতই শিশু, কিন্তু সেই যন্ত্রণার কথা আজও আমার স্পষ্ট মনে আছে।"
4
6
নিজের বড় হয়ে ওঠার পথে এই অভিজ্ঞতাগুলো কীভাবে প্রভাব ফেলেছিল, পার্বতী তা স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি জানান, বাইরের জগতের জন্য তৈরি করতে তাঁর মা তাঁকে বিশেষ কিছু কৌশল শেখাতেন।
5
6
পার্বতী বলেন, “মা শেখাতেন রাস্তায় কীভাবে হাঁটতে হয়। বলতেন— অকারণে দোকানের দিকে তাকিয়ে হাঁটবে না, বরং পুরুষদের হাতের দিকে নজর রাখবে। ভাবুন একবার, একজন মাকে তাঁর সন্তানকে এই বিষয়গুলো শেখাতে হচ্ছে!”
6
6
প্রসঙ্গত, পার্বতীর অভিনীত ছবির তালিকায় রয়েছে 'টেক অফ', 'করিব করিব সিঙ্গেল', 'চার্লি', 'মারিয়ান' এবং 'ব্যাঙ্গালোর ডেস'-এর মতো জনপ্রিয় ছবিগুলো।