কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি ‘নাগজিলা’কে ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনা । ফ্যান্টাসি ও লোককথার মিশেলে তৈরি এই ছবিতে এবার এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষনকে! ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, ‘নাগজিলা’-তে খলনায়কের চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। যদিও এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের অথবা রবি কিষনের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবু সূত্রের খবর, এই চরিত্রে অভিনয় করার প্রস্তাবে নাকি দারুণ উৎসাহী অভিনেতা।
ছবি ঘনিষ্ঠ অন্য এক সূত্র জানিয়েছে, ছবির গল্পে যেমন কার্তিক আরিয়ানের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই সমান খলনায়কের ভূমিকাও। সেই কারণেই নির্মাতারা রবি কিষনকেই এই চরিত্রের জন্য উপযুক্ত বলে মনে করেছেন। ওই সূত্রের দাবি, “রবি কিষন বরাবরই দক্ষ অভিনেতা। সাম্প্রতিক সময়ে ‘লাপাতা লেডিজ’ (২০২৪), ‘মামলা লিগ্যাল হ্যায়’ (২০২৪), ‘সন অফ সর্দার২’ (২০২৫)-এর মতো ছবিতে তাঁর অভিনয় নতুন করে প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকমহলে। তাই এই ব্যতিক্রমী ছবির অংশ হতে এবং ভালভাবে লেখা এক আকর্ষণীয় চরিত্রে অভিনয় করতে তিনি ভীষণই উত্তেজিত।”সূত্র আরও জানিয়েছে, কার্তিক আরিয়ান ও রবি কিষনের মুখোমুখি দৃশ্যগুলোই হতে চলেছে ছবির অন্যতম বড় আকর্ষণ। দর্শকের জন্য সেসব মুহূর্ত “দেখার মতো” হবে বলেই দাবি করেছেন তাঁরা।
‘নাগজিলা’-তে কার্তিক আরিয়ান অভিনয় করছেন প্রেয়মবাদেশ্বর প্যারে চাঁদ চরিত্রে, যে খেয়ালখুশি মতো ভয়ঙ্কর এক সাপে নিজেকে রূপান্তরিত করতে পারে। সহজ কথায়, এক ইচ্ছাধারী নাগ। চলতি বছরের এপ্রিল মাসে ছবির প্রথম লুক প্রকাশ্যে আসে। সেই সময় করণ জোহর মোশন পোস্টার শেয়ার করে মজার ভঙ্গিতে লেখেন, “মানুষদের ছবি তো অনেক দেখেছ, এবার দেখো সাপদের ছবি! নাগলোকের প্রথম কাণ্ড! মজাদার সব ব্যাপার নিয়ে আসছে প্রেয়মবাদেশ্বর প্যারে চাঁদ। নাগ পঞ্চমীতে, ১৪ অগস্ট ২০২৬তে সে আছে আপনাদের পাড়ার প্রেক্ষাগৃহে।”
করণ জোহর, মহাবীর জৈন, আদর পুণাওয়ালা, অপূর্ব মেহতা, মৃগদীপ সিং লাম্বা ও সুজিত জৈনের প্রযোজনায় তৈরি এই ছবি ফ্যান্টাসি, লোকবিশ্বাস আর পূর্ণমাত্রার বিনোদনের এক অভিনব ককটেল হতে চলেছে বলেই ইঙ্গিত। যদিও এখনও পর্যন্ত ছবির মূল গল্প নিয়ে নির্মাতারা বিশেষ কিছু খোলসা করেননি।
এই মুহূর্তে পরিকল্পনা অনুযায়ী, ১৪ অগস্ট ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘নাগজিলা’-র। তবে চলতি মাসের শুরুতেই প্রকাশিত আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির শুটিং এখনও চলছে এবং তা শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। তাড়াহুড়ো করে কাজ শেষ করতে নারাজ নির্মাতারা, ফলে মুক্তির দিন পিছোতেও পারে বলেও জল্পনা শুরু হয়েছে।
সব মিলিয়ে, রবি কিষনের সম্ভাব্য খলনায়ক অবতারে যোগদান ‘নাগজিলা’-কে ঘিরে আগ্রহ আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল, এ কথা বলাই যায়।
