নুপূর স্যানন ও স্টেবিন বেন আনুষ্ঠানিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। শনিবার, ১০ জানুয়ারি উদয়পুরে দৃষ্টিনন্দন পরিবেশে খ্রিস্টান রীতিতে চার হাত এক করেন এই তারকা যুগল। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার, ১১ জানুয়ারি তাঁদের হিন্দু রীতিতে বিয়ের অনুষ্ঠান ও ফেরার আয়োজন রয়েছে। এখনও পর্যন্ত যদিও দম্পতির পক্ষ থেকে বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ করা হয়নি, তবে অনুষ্ঠানের প্রথম ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
খ্রিস্টান মতে বিয়ের দিনে নুপূর বেছে নিয়েছিলেন এক ক্লাসিক এবং অভিজাত সাদা গাউন। অফ-শোল্ডার স্লিভস ও সূক্ষ্ম ফুলের লেসের কাজ গাউনটিকে করে তুলেছিল আরও আকর্ষণীয়। নরম ও রোম্যান্টিক কাটের সঙ্গে মানানসই ছিল লম্বা ভেল, যা তাঁর লুকে এনে দিয়েছে রাজকীয়তা।
স্টাইলিংয়েও ছিল সংযত ছোঁয়া। মুক্ত ও হীরে বসানো স্টাড কানের দুল, হালকা ডিউই মেকআপ, গোলাপি আভাযুক্ত গাল, চোখে নরম শিমার ও ন্যুড লিপস্টিক, সব মিলিয়ে নুপূরকে দেখাচ্ছিল রাজকন্যার মতো। মাঝখানে সিঁথি কাটা হাফ-আপ, হাফ-ডাউন হেয়ারস্টাইল তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল।
স্টেবিন পরেছিলেন ক্রিম রঙের পরিপাটি টাক্সেডো। ওয়েস্টকোট, সাদা শার্ট, স্টাইলিশ ব্লেজার ও নিখুঁত ফিটের ট্রাউজারে তাঁকে দেখাচ্ছিল বেশ স্মার্ট।
বিয়ের পরপরই প্রকাশ্যে আসে অনুষ্ঠানের প্রথম ভিডিও, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, নবদম্পতি একসঙ্গে তিনতলা কেক কাটছেন, শ্যাম্পেনের বোতল খুলে উদযাপন করছেন এবং প্রিয়জনদের উল্লাসের মাঝে নিজেদের বিশেষ মুহূর্ত উপভোগ করছেন।
উদয়পুরের রাজকীয় পরিবেশে নুপূর ও স্টেবিনের এই বিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আলোচনার কেন্দ্রে। এখন সকলের অপেক্ষা তাঁদের ভারতীয় রীতির বিয়ের ছবি ও আরও বিশেষ মুহূর্তের ঝলকের জন্য।
৯ জানুয়ারি ছিল নুপূরের সঙ্গীত এবং গায়ে হলুদ। নাচ, গান আর রঙিন সাজে নুপূরের ‘ব্রাইডাল গ্লো’ নজর কেড়েছে সকলের।
সঙ্গীতের রাতে নুপূর বেছে নিয়েছিলেন একেবারে উৎসবমুখর সাজ। নানা রঙের প্যানেল দেওয়া লেহঙ্গায় ছিল গোলাপি, কমলা, সবুজ-সহ নানা উজ্জ্বল শেড। আয়না ও সিকুইনের সূক্ষ্ম কাজ লেহঙ্গাটিকে আরও ঝলমলে করে তুলেছিল। এর সঙ্গে তিনি পরেছিলেন সোনালি রঙের ভারী এমব্রয়ডারি করা ব্লাউজ, যার হেমলাইনে ছিল ট্যাসেলের কাজ।
এই লুকের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল আয়নায় সাজানো চেন, যা হাত ও পিঠ ঘুরে চুল পর্যন্ত গিয়েছে। দেখতে এটিকে এক ধরনের মনে হয়েছে। গলায় চোকার, মাথায় মাথা পট্টি, কানে ঝুমকো, হাতে চু়ড়ি, সব মিলিয়ে ছিল একেবারে রাজকীয় সাজ। হালকা স্মোকি চোখ, গ্লসি ঠোঁট আর পরিপাটি বাঁধা চুলে নুপূরের সাজ সম্পূর্ণ হয়। অন্য দিকে, স্টেবিনও সিকুইন ব্লেজার ও কুর্তা-পায়জামায় উদযাপনের মেজাজে সেজে উঠেছেন।
