টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
প্রভাসের ছবি দেখতে গিয়ে হলে আগুন!
ওড়িশার একটি সিনেমা হলে সুপারস্টার প্রভাসের নতুন ছবি 'দ্য রাজা সাব' চলাকালীন এক ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হল। প্রিয় তারকার এন্ট্রি উদযাপন করতে গিয়ে হলের ভেতরেই বাজি ফাটানো এবং প্রদীপ জ্বালানোর জেরে সেখানে আগুন লেগে যায়। আতঙ্কে দর্শক হল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন। ঘটনাটি ঘটে গত ৯ জানুয়ারি। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাওয়া প্রভাসের এই ফ্যান্টাসি থ্রিলার দেখার জন্য দর্শকরা হল উপচে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পর্দায় প্রভাসকে দেখা মাত্রই অনুরাগীরা চিৎকারে ফেটে পড়েন। উত্তেজনার বশে কিছু অনুরাগী আরতির থালা নিয়ে এসে প্রদীপ জ্বালান এবং পর্দার সামনেই বাজি ফাটানো শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুনের ফুলকি থেকে হলের সামনের অংশে আগুন ধরে যায় এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। ভাগ্যক্রমে এই ঘটনায় কারওর ক্ষতি হয়নি। দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে অনুরাগীদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ নিয়ে সাধারণ মানুষ ও সিনেমাপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
সুশান্তের মৃত্যুশোকে রিয়া!
২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর ঝড়ের মুখে পড়েছিলেন তাঁর প্রেমিকা, অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আইনি জটিলতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ— সবকিছুই একা হাতে সামলেছেন তিনি। অভিনেত্রীর কথায়, "মানুষ আমাকে বিচার করেছে, কিন্তু আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করেনি কেউ।" তিনি আরও বলেন, "আমরা অনেক সময় মন্দিরে গিয়ে শান্তি খুঁজি বা প্রার্থনা করি। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের নিজেদের মধ্যেই সেই শক্তিটা আছে। বড় কোনও মন্দিরের প্রয়োজন নেই, যদি মনের জোর থাকে তবে যে কোনও অন্ধকার থেকে বেরিয়ে আসা সম্ভব।" রিয়া জানান, সেই সময়টা তাঁকে আমূল বদলে দিয়েছে। জেলের অভিজ্ঞতা এবং সমাজের চোখে 'ভিলেন' হয়ে যাওয়াটা সহজ ছিল না। তবুও নিজের পরিবারের সমর্থনে তিনি আজ আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। অভিনেত্রীর এই মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে। একাংশ মানুষ তাঁকে সমর্থন জানালেও, সুশান্ত অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
বড়পর্দায় ‘ভাবিজি ঘর পর হ্যায়’
ছোটপর্দার দর্শকের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি ধারাবাহিকের নাম ‘ভাবিজি ঘর পর হ্যায়’। দীর্ঘ ১১ বছর ধরে বিভূতি নারায়ণ মিশ্র আর মনমোহন তিওয়ারির খুনসুটি দেখে হাসতে হাসতে পেটে খিল ধরেছে আপামর দর্শকের। তবে এবার শুধু টেলিভিশনেই আটকে থাকছে না এই কমেডি শো, বরং সরাসরি পৌঁছে যাচ্ছে সিনেমা হলের বড়পর্দায়। দর্শকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বড়পর্দায় সিনেমা হিসেবে আসছে এই মেগা সিরিয়ালটি। ছবির নাম রাখা হয়েছে ‘ভাবিজি ঘর পর হ্যায় – ফান অন দ্য রান’। ২০২৬ সালের ৬ই ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। সম্প্রতি এই খবরের কথা ঘোষণা করেছেন নির্মাতারা। সবচেয়ে খুশির খবর হলো, সিনেমার পর্দাতেও দর্শকের প্রিয় মুখগুলোকেই দেখা যাবে। 'বিভূতি নারায়ণ মিশ্র'-এর চরিত্রে থাকছেন আসিফ শেখ, 'মনমোহন তিওয়ারি'র চরিত্রে রোহিতাশ্ব গৌর এবং 'অঙ্গুরি ভাবি'র চরিত্রে দেখা যাবে শুভাঙ্গী আত্রেকে। শুধু তাই নয়, সিনেমার চমক বাড়াতে ছবির সঙ্গে যুক্ত হয়েছেন রবি কিষাণ, মুকেশ তিওয়ারির মতো অভিনেতারাও।
