সংবাদসংস্থা মুম্বই: 

এবার সলমনের ‘গৌরী’? 

শাহরুখ খানের স্ত্রীয়ের নাম গৌরী। ৬০ বছরের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমির খান। তাঁর প্রেমিকার নাম গৌরী। নিজের প্রাক-জন্মদিনের অনুষ্ঠানে আমির জানালেন, গত দেড় বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। এবার আমিরকে জিজ্ঞেস করা হল, দুই খান যখন নিজেদের গৌরী-কে পেয়ে গিয়েছেন, তাহলে সলমন খান কবে তাঁর গৌরীকে পাবে? খানিক দীর্ঘশ্বাস ফেলে আমির বলেন, “সলমন এখন আর কী খুঁজবে...? জানি না। নিজের জন্য ও যেটা ভাল বোঝে, করবে।”

 


কবে মুক্তি পাবে ‘ওয়ার ২’?

যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে ‘ওয়ার ২’। ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন ‘আরআরআর’ ছবি খ্যাত দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর। জোর খবর, গায়ে কাঁটা দেওয়া স্টান্ট সহ চোখধাঁধানো অ্যাকশন দৃশ্যের শুটিং শুরু করতে চলেছেন এই বলি-তারকা। সূত্রের খবর, ছবিতে হলিউড ঘরানার অ্যাকশন দৃশ্যের শুট সেরেছেন হৃতিক এবং জুনিয়র এনটিআর। এবার যশ রাজ ফিল্মস সংস্থার তরফে সমাজমাধ্যমে ঘোষণা করা হল ছবিমুক্তির তারিখ। আগামী ১৪ আগস্ট বড়পর্দায় আসবে ‘ওয়ার ২’। উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ার’। ছবিতে হৃতিক রোশন ও টাইগার শ্রফের জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শক।

 

 

এগোচ্ছে ‘দ্য ডিপ্লোম্যাট’

অ্যাকশন হিরো এবার ঠান্ডা মাথার কূটনীতিক। জনের নতুন এই রাজনৈতিক থ্রিলার-এর নাম ‘দ্য ডিপ্লোম্যাট’। বড়পর্দায় মুক্তি পেয়েছে জনের এই ছবি। এ ছবি রাজনীতি, ক্ষমতার খেলা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের জগতের গভীরে ডুব দিয়েছে। পার্টেড, সামান্য পাফড চুল, নাকের নীচে তাগড়াই গোঁফ, স্যুট-বুট পরিহিত ঝাঁ চকচকে জনকে দেখে চমকে উঠেছেন দর্শক। মুক্তির তিনদিনের মাথায় ১০ কোটির গণ্ডি পেরোল এই ছবি। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১২.৯১ কোটি টাকা বক্স অফিস থেকে যায় করেছে এই ছবি।