টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

যশের বাজারদর!

নীতেশ তিওয়ারির রামায়ণ-এর শুট শুরু। রণবীর কাপুর, যশ ইতিমধ্যেই যোগ দিয়েছেন শুটে। রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে। জানেন, এই চরিত্রের জন্য কত কোটি দর হেঁকেছেন তিনি? খবর, অভিনেতা নাকি ১৫০ কোটি টাকা নিচ্ছেন এই ছবিতে। খবর ছড়াতেই চোখ ছানাবড়া বলিউডের। প্রশ্ন, প্রথম হিন্দি ছবিতেই যদি এত দর হাঁকেন তা হলে ছবি হিট হলে কত টাকা নেবে?

বছর দশেক পরে

‘‘খুব সুন্দর দেখতে লাগছে তোমায়। ১০ বছর পরে কী করছ?’’, এভাবেই ‘বিগ বস ১৭’-য় কঙ্গনা রানাউতের সঙ্গে ফ্লার্ট করলেন সলমন খান! নায়কের ভঙ্গি দেখে হেসে কুটিপাটি নায়িকা। সপ্তাহান্তে ‘দশ কা ভার’ পর্বে যোগ দিয়েছিলেন তিনি। ‘তেজস’ ছবির প্রচারের কারণে। সেখানেই নায়িকাকে সলমন প্রশ্ন করেন, কেউ তাঁর সঙ্গে ফ্লার্ট করতে চাইলে কঙ্গনা কী করবেন? নায়িকার বক্তব্য কান পেতে শোনার মতোই। তিনি জানান, ভাইজান-এর মতো সুপুরুষ কেউ হলে তিনি মন থেকে বিবেচনা করবেন! কঙ্গনার এই উত্তরেই মাত।

নায়িকার মিষ্টিমুখ

নবরাত্রিতে পিসি হলেন কঙ্গনা রানাউত। ভাই অক্ষয় রানাউতের ছেলে হয়েছে। প্রথমবার পিসি হয়ে দারুণ খুশি নায়িকা। ভাইপো অশ্বথামার মঙ্গল চেয়ে শনিবার মুম্বই বিমানবন্দরে পা রেখেই ছবিশিকারিদের মিষ্টিমুখ করান। নায়িকার হাসিমুখ দেখে মন ভরে গিয়েছে তাঁদেরও। শুধু মিষ্টির বাক্স বিলি করেই থামেননি তিনি। নিজের হাতে খাইয়েও দেন।