প্রেমের মাসে আসছে একদম নতুন জুটির প্রেমের ছবি 'মন মানে না'। গল্পে দেখা যাবে ত্রিকোণ প্রেমের গল্প। মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক ভৌমিক, হিয়া চট্টোপাধ্যায়, এবং সৌম্য মুখোপাধ্যায়। আগামী মাসের ১৩ তারিখ মুক্তি পাবে মন মানে না। তার আগে মুক্তি পেল এই ছবির নতুন গান 'কে তুমি নন্দিনী ২.০'। 

মান্না দের গাওয়া আইকনিক গানটিকে নতুন ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে কিছুটা লিরিক্স বদলে। 'মন মানে না' ছবির জন্য গানটি গেয়েছেন নিকিতা গান্ধী, শুভদীপ পান। রয়েছে মান্না দের গাওয়া অরিজিন্যাল ভার্সনের কিছুটা অংশ। ছবিতে থাকা র‍্যাপ গেয়েছেন ডক্টর জি (কিউ)। নতুন ভাবে গানের যে কথা বদলানো হয়েছে সেটা লিখেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। 

'কে তুমি নন্দিনী ২.০' গানটিতে ঋত্বিক এবং হিয়াকে রোম্যান্স করতে দেখা গিয়েছে। উঠে এসেছে জেন জির প্রেমের প্রসঙ্গ থেকে পুরনো দিনের প্রেমের কথাও। এই ছবিতে ঋত্বিক ভৌমিক অভিনীত চরিত্রের নাম রাহুল এবং হিয়ার করা চরিত্রে নাম বিদিশা। গানের ছত্রে ছত্রে উঠে এসেছে তারুণ্য এবং ভালবাসার নতুন ছন্দ। 
মন মানে না ছবিটির পরিচালনা করেছেন রাহুল মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক এবং সৌম্য মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র রয়েছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগের দিন মুক্তি পাবে ছবিটি। 

মুক্তি পেতেই দর্শকদের থেকে ভাল সাড়া পেয়েছে গানটি। এক ব্যক্তি লেখেন, 'ঋত্বিক পুরো নব্বই দশকের আমির খান। নতুন নতুন হিরো টলিউডে উঠে আসছে দেখে ভাল লাগছে। জয় হোক কমার্শিয়াল ছবির।' আরেক ব্যক্তি লেখেন, 'সুন্দর রিঅ্যারেঞ্জ করা হয়েছে। ভাল লাগল রিক্রিয়েশন।' তৃতীয় ব্যক্তির মতে, 'লিরিক্সটা অসাধারণ। বড় বড় প্রযোজনা সংস্থার ছবির এদের থেকে গানের কথা কীভাবে লিখতে হয় শিখতে পারে।' অনেকের মতেই নস্টালজিক হয়ে পড়েছেন গানটি শুনে। পুরনো দিনের আসল গানটির ফ্লেভর যেমন আছে, তেমনই রয়েছে নতুন যুগের ছোঁয়া।