সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
'রাক্ষস'-এ থাকছেন না রণবীর
রণবীর সিং আর প্রশান্ত ভার্মার জুটি ভেঙে গেল। তাঁদের আসন্ন ছবি 'রাক্ষস'-এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল। তবে মুম্বই সংবাদ সংস্থার তরফে জানা যাচ্ছে, রণবীর আর এই সিনেমার সঙ্গে যুক্ত নন। তবে দু'জনের মধ্যেই সুসম্পর্ক বজায় রয়েছে। অভিনেতা জানিয়েছেন, ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ইতিমধ্যেই মুখ্য চরিত্রের জন্য অভিনেতা নির্বাচন পর্ব শুরু করেছে নির্মাতারা।
'ডিডিএলজে' করতে চাননি শাহরুখ
শাহরুখ খানের অভিনয় জীবনে মোড় ঘোরানো সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'। তবে শুরুতেই এই ছবিতে মোটেই রাজি ছিলেন না বলিউডের কিং খান। তিনি চেয়েছিলেন অ্যাকশনে ভরপুর ছবি করতে। পরে চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া তাঁকে বলেন, নায়ক শুধু অ্যাকশনই করেন না। তাঁকে প্রেমিকও হতে হয়, তবেই দর্শকের ভালবাসা পাওয়া যায়। তাঁর কথায় রাজি হওয়ার পর ভাগ্যের চাকা ঘুরে যায় শাহরুখের।
সোনার পোশাক পরবেন 'রাবণ' যশ
নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ন' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ নেই। এবার এই ছবি নিয়ে এল আরও বড় খবর। দক্ষিণী সুপারস্টার যশ এই ছবিতে 'লঙ্কারাজ রাবণ'-এর চরিত্রে অভিনয় করছেন। আর তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলতে তাঁকে আসল সোনা দিয়ে তৈরি পোশাক পরানো হবে ছবিতে। কারণ লঙ্কাকে সেইসময় 'সোনার দেশ' বলা হত, তাই রাবণের চরিত্রে বিশেষ মাত্রা দিতে এই পরিকল্পনা করেছেন নির্মাতারা। ছবিতে 'রাম'-এর চরিত্রে রণবীর কাপুর এবং 'সীতা'র চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে।
'সেকেন্ড হ্যান্ড' পোশাক পরেন অক্ষয় পুত্র
মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের খিলাড়ি কুমার তাঁর ছেলে আরভকে নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, তার অভিনয়ের প্রতি, সিনেমা জগতের প্রতি কোনও আগ্রহ নেই। সে ফ্যাশনের দুনিয়ায় নাম করতে চায়। ১৪ বছর বয়স থেকে একাই থাকে সে। পড়াশোনায় দারুন মনোযোগ আরভের। এতটাই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে সে, যে 'সেকেন্ড হ্যান্ড' পোশাক কিনে পরে।
