সংবাদসংস্থা মুম্বই:

রণদীপের হর্ষ-বিষাদ স্মৃতি 

'সাভারকর' -এর ছবিমুক্তির বছরখানেকের মাথায় সেই ছবিতে কাজ করার নানান বেদনাময় স্মৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন রণদীপ হুডা। অভিনেতার পোস্ট একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় যন্ত্রণাক্লিষ্ট মুখ নিয়ে মনমরা হয়ে শুয়ে রয়েছেন রণদীপ। পোস্টে তিনি জানিয়েছেন, ছবির শুটিংয়ের স্বার্থে ঘোড়া চালানোর সময়ে পড়ে গিয়ে হাঁটুতে দারুণ চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারও হয়। এই ছবি যে তাঁর কাছে স্রেফ একটি 'প্রজেক্ট'-এর থেকেও বেশি কিছু ছিল, তা-ও জানিয়েছেন অভিনেতা। 

 

জিনাতের গর্জন

পে প্যারিটি নিয়ে সোচ্চার হলেন জিনাত আমন। সোজা কথায়, পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গবৈষম্যর বিরুদ্ধে।  তিনি জানালেন, শুধুমাত্র মহিলাদের সম্মান দিলেই হবে না। ইন্ডাস্ট্রির পাশাপাশি সকল কর্মক্ষেত্রেই তাঁদের পারিশ্রমিকও যাতে পুরুষদের সমপরিমাণে হয়, যাতে মহিলারা সেটা পায়, সেটা নিশ্চিত করতে হবে সবাইকে। উল্লেখ্য, নেটফ্লিক্সের 'দ্য রয়্যালস'-এ দেখা যাবে জিনাত-কে।     
     
মণি-হাসন-রহমানের 'ঠাগ লাইফ'


 জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা মণি রত্নমের আগামী ছবি ‘ঠাগ লাইফ। সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা কমল হাসান। এই ছবির সুবাদে দীর্ঘ সময় পর পরিচালক মণি রত্নম ও কমল হাসান একসঙ্গে জুটি বাঁধতে দেখবেন দর্শক। আরও চমক, ছবিতে সুরকারের দায়িত্ব সামলাবেন এআর রহমান। এই প্রথম কোনও প্রজেক্টে একসঙ্গে হাত মেলালেন এই ত্রয়ী। সম্প্রতি, ছবির নির্মাতাদের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই ছবি সম্পর্কিত কোনও গভীর আলোচনায় মগ্ন এই তিন তারকা।