বন্ধুত্ব দিবস এমন একটা দিন, যে দিন বন্ধুর জন্য বিশেষ কিছু করতে মন চায়। সম্পর্কে আদৌ কোনও বিশেষ দিনের প্রয়োজনীয়তা আছে কি না, এ নিয়ে মতবিরোধ আছে। তবে অনেকেই মনে করেন, কোনও বিশেষ দিনে কোনও সম্পর্ক বিশেষ ভাবে উদ্যাপন করতে ক্ষতি কী? অনেকের প্রশ্ন, বন্ধুত্বে আদৌ বিশ্বাস করে টলিউড? বন্ধুত্ব উদ্যাপিত হয় মায়া দুনিয়ায়? নায়ক-নায়িকাদের রাত তিনটের বন্ধু আছেন? না কি, পেশাদার দুনিয়ায় কেবলই পারস্পরিক শত্রুতা! একে অন্যকে টপকে যাওয়ার প্রবণতা। বন্ধুত্বের আড়ালে জন্ম নেয় ঈর্ষা, রাজনীতি। বন্ধুত্ব দিবসে সেসব প্রশ্ন, জল্পনা, ফিসফাসকে ফ্রন্ট ফুটে স্টেডিয়ামের বাইরে পাঠালেন অভিনেতা টোটা রায়চৌধুরী।

এদিন সমাজমাধ্যমে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবং কল্পনা মিত্রের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন টোটা। এই ত্রয়ীর রসায়ন যে জনতামহলে ফেলুদা-তোপসে এবং জটায়ুর চরিত্রে দারুণ জনপ্রিয় সেকথা নতুন করে বলার নয়। ছবিতে দেখা যাচ্ছে, গাছগাছালির মধ্যে দাঁড়িয়ে ত্রিমূর্তি। মাঝখানে ফেলুদা বেশে পাঞ্জাবী,পাজামাতে টোটা, বাঁ পাশে পোলো টিশার্ট-ট্রাউজার্সে তোপসে এবং অন্যদিকে লালমোহন গাঙ্গুলি-র রূপসজ্জায় অনির্বাণ। দু'জনকেই সস্নেহে জড়িয়ে ধরে রয়েছেন ফেলুদা। সবার মুখেই আলতো করে লেগে রয়েছে এক চিলতে মিষ্টি হাসি। খুব সম্ভবত, এ ছবি ফেলুদার কোনও সিরিজের শুটিংয়ের ফাঁকেই তোলা। এই ত্রয়ীর রসায়ন ওয়েব সিরিজে যেমন জনপ্রিয়, বাস্তবেও তেমনই জমজমাট—তা আরও একবার প্রমাণ করে দিলেন টোটা।

ছবির সঙ্গে টোটা লিখলেন -
“তোমরা সন্নিকটে এলেই আমি সম্পূর্ণ,
তোমরা সম্মত হও তাই বছরের বিশ দিন কর্মস্থলটি স্বর্গস্থলে পরিণত হয়।
ভালো থেকো বন্ধুরা। বন্ধুত্ব দিবসে শুধু এই কামনাই করি যেন আমাদের বন্ধন অটুট থাকে।
পুনশ্চ: আমাদের অ-সত্যজিৎ-সুলভ আলোচনাগুলি যেন আমাদের মধ্যেই থাকে”

২০২০ সালে প্রথম ফেলুদা সিরিজ ‘ফেলুদা ফেরত’ তৈরি করেন সৃজিত মুখোপাধ্যায়। দর্শকদের প্রশংসা পায় ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে মতানৈক্যের কারণে মুক্তি পায়নি ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’তে। তার পর হইচই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। প্রথম গল্প ছিল ‘দার্জিলিং জমজমাট।’ উল্লেখ্য, বহু বছর আইনি জটে আটকে থাকার পর পুজোর সময়ে ওটিটিটি মুক্তি পাবে এই ত্রয়ীকে নিয়ে করা সৃজিত মুখোপাধ্যায়ের ভুল প্রতীক্ষিত ফেলুদা সিরিজ যত কাণ্ড কাঠমান্ডুতে।
জানিয়ে রাখা ভাল, ফেলুদার রহস্য রোমাঞ্চের অভিযানের উপর নির্মিত সিরিজের পরিচালনার ব্যাটন এবার ধরলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় রচিত ফেলুদার জনপ্রিয় উপন্যাস ‘রয়েল বেঙ্গল রহস্য’-র উপর ভিত্তি করে তৈরি হচ্ছে ফেলুদার এই নতুন ওয়েব সিরিজ, আর সেই যাত্রার সূচনা হল সোমবার।এই সিরিজ দিয়েই সৃজিত মুখোপাধ্যায়ের পর প্রথমবার ফেলুদা পরিচালনায় নামলেন কমলেশ্বর। আর সেই উদ্যোগকে দু’হাত তুলে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ফেলুদা-নির্দেশক সৃজিত নিজেই। ফেলুদা নিয়ে তাঁর আবেগ ঠিক আগের মতোই তুঙ্গে।
এই সিরিজের হাত ধরেই আরও একবার ফেলুদা, তোপসে এবং জটায়ু-র ভূমিকায় ফিরছেন ফিরছেন যাথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র এবং অনির্বাণ চক্রবর্তী। সিরিজের অন্যতম প্রধান চরিত্র মহীতোষ সিংহ রায়-এর ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ। চলতি বছর শীতের ছুটিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রয়েল বেঙ্গল রহস্য’।
