নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণী ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুমিতা দত্ত। তবে কাজের ব্যস্ততার মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। এমনকী হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। একাধিক রোগ বাসা বেধেছে অভিনেত্রীর শরীরে। 

ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনুমিতাকে? শারীরিক অবস্থার অবনতির কারণে এই মুহূর্তে কথা বলতে পারছেন না অভিনেত্রী। তবে তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ক্রমশ বাড়তে থাকে শরীরের তাপমাত্রা। এরপর বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় অনুমিতাকে। প্রথম দিকে খানিকটা শারীরিক অবস্থার উন্নতি হলেও ফের অবনতি হয়েছে। গতকাল থেকে শরীরের তাপমাত্রা আবার অনেকটাই বেড়ে গেছে। 

বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষার পর জানা গেছে, অনুমিতার ডেঙ্গু হয়েছে। শুধু তাই নয়, তাঁর জন্ডিস ধরা পড়েছে, সঙ্গে ইউটিআই- এর সমস্যাও দেখা গেছে। নানান ধরনের ইনফেকশন বেড়ে গেছে অনুমিতার শরীরে। এই মুহূর্তে অনুমিতাকে নিয়ে চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিৎসা চলছে। 

টলিউডে ছোট পর্দায় অত্যন্ত জনপ্রিয় মুখ অনুমিতা দত্ত। তবে এই মুহূর্তে দক্ষিণী ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। কাজের কারণে অভিনেত্রীকে কলকাতায় আসা যাওয়ার মধ্যে থাকতে হয়। আপাতত শারীরিক অবস্থার কারণে কাজ থেকে বেশ কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন। দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরুক অনুমিতা, দিন গুনছেন ভক্তরা।