নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের ২৯ নভেম্বর পছন্দের পাত্র শুভদীপের সঙ্গে চার হাত এক করেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। এরপর প্রায়ই স্বামীর সঙ্গে নানা মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিতেন অভিনেত্রী। ছিল পাহাড়ে হানিমুনের ছবিও। তবে এখন সবটাই অতীত, শ্রীপর্ণার সমাজমাধ্যমে দেখা যায় না সেইসব ছবি ও ভিডিও। তবে কি দূরত্ব বেড়েছে স্বামীর সঙ্গে?
বিয়ের অনেক আগেই শ্রীপর্ণা জানিয়েছিলেন, তিনি চিকিৎসককেই বিয়ে করতে চান। যেমন কথা তেমন কাজ। দন্ত বিশেষজ্ঞ শুভদীপের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই অভিনেত্রী। এমনকী বিয়ের পর অভিনয় জগত থেকে বিরতি নেন শ্রীপর্ণা। সেই সময় বেশ চুটিয়ে সংসার করেছেন তিনি। হানিমুন থেকে শুরু করে স্বামীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি দেখা যেত শ্রীপর্ণার সমাজমাধ্যমে। সেইসব ছবি ভিডিও এখন আর নেই।
এমনকী স্বামীর সঙ্গে কোনও ছবি ও ভিডিও দেখা যায় না তাঁর। কিছুদিন আগেই গিয়েছে জামাই ষষ্ঠী, এই বিশেষ দিনেও স্বামীর থেকে দূরে ছিলেন শ্রীপর্ণা। কারণ পরিবারকে নিয়ে শহর থেকে দূরে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে দেখা যায়নি শুভদীপকে। তবে ব্যস্ততার কারণে ছবি তোলার সময় নাই হতে পারে, কিন্তু আগের ছবিও, ভিডিও কেন মুছে দিলেন শ্রীপর্ণা? শুভদীপের সঙ্গে একটি মাত্র ভিডিও তাঁর সমাজমাধ্যমে এখন দেখা যায়। নেই কোনও হানিমুনের ছবি বা ভিডিও এমনকী বিয়ের ছবিও। তবে কী দূরত্ব বেড়েছে এই দম্পতির মধ্যে? নাকি ব্যাস্ততার কারণে একে অপরের থেকে দূরে রয়েছেন?
