নিজস্ব সংবাদদাতা: আজ জি কর কাণ্ডের প্রতিবাদে সরব গোটা দেশ। প্রথমদিন থেকেই প্রতিবাদী কন্ঠে আওয়াজ তুলতে দেখা গিয়েছিল টলিউডের একাধিক তারকাদের। তাঁদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। বরাবরই নিজের সোজাসাপটা কথার জন্য খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকারও হন অভিনেত্রী। কিন্তু পিছপা হন না মনের ভাব প্রকাশ করতে।
প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কড়া জবাব দিলেন শ্রীলেখা। আর জি করের এই নৃশংস ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে উল্লেখ করেছিলেন সৌরভ। তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শ্রীলেখা বলেন, "সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে দেখেছেন তার মর্যাদা রাখতে পারলে না। তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজার যে আসনে বসিয়েছেন তার সম্মান রক্ষা তোমারই করা উচিৎ ছিল। কিন্তু এই নির্মম ঘটনাকে তুমি একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ? সৌরভ আমার ভাল বন্ধু হলেও আজ বলছি, এই মানুষগুলোকে চেনার মোক্ষম সময় এসে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে বসিয়ে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনা উচিৎ।"
প্রতিবাদে সামিল হলেও মনের জোরে নিজেকে শক্ত রাখতে পারলেন না শ্রীলেখা। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অভিনেত্রী চোখের জল ফেলেন। তাঁর কথায়, "এই পরিস্থিতি আর মেনে নিতে পারছি না। একের পর এক ক্ষতি হয়ে চলেছে। এই সমাজ, এই ইন্ডাস্ট্রির মানুষ সত্যিই ক্ষতিকর। আমি সঠিক সময়ে আমার পারিশ্রমিক সঞ্চয় করেছিলাম বলে আজ ওই বিষাক্ত মানুষগুলোর কাছে হাত পাততে হয়না আমাকে।"
শ্রীলেখা আরও বলেন, "আমার প্রতিবাদী স্বত্বার জন্য যদি আমার কোনও বিপদ হয়, তাহলে আপনারা সাক্ষী থাকবেন সবকিছুর। আসল সত্যটা জানতে পারবেন। আমি অভিনেত্রী হলেও এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাকিদের মতো ক্যামেরার সামনে অভিনয় করতে পারিনা। তাই আমি সত্যিটা খুঁজি।"
প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কড়া জবাব দিলেন শ্রীলেখা। আর জি করের এই নৃশংস ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে উল্লেখ করেছিলেন সৌরভ। তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শ্রীলেখা বলেন, "সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে দেখেছেন তার মর্যাদা রাখতে পারলে না। তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজার যে আসনে বসিয়েছেন তার সম্মান রক্ষা তোমারই করা উচিৎ ছিল। কিন্তু এই নির্মম ঘটনাকে তুমি একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ? সৌরভ আমার ভাল বন্ধু হলেও আজ বলছি, এই মানুষগুলোকে চেনার মোক্ষম সময় এসে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে বসিয়ে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনা উচিৎ।"
প্রতিবাদে সামিল হলেও মনের জোরে নিজেকে শক্ত রাখতে পারলেন না শ্রীলেখা। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অভিনেত্রী চোখের জল ফেলেন। তাঁর কথায়, "এই পরিস্থিতি আর মেনে নিতে পারছি না। একের পর এক ক্ষতি হয়ে চলেছে। এই সমাজ, এই ইন্ডাস্ট্রির মানুষ সত্যিই ক্ষতিকর। আমি সঠিক সময়ে আমার পারিশ্রমিক সঞ্চয় করেছিলাম বলে আজ ওই বিষাক্ত মানুষগুলোর কাছে হাত পাততে হয়না আমাকে।"
শ্রীলেখা আরও বলেন, "আমার প্রতিবাদী স্বত্বার জন্য যদি আমার কোনও বিপদ হয়, তাহলে আপনারা সাক্ষী থাকবেন সবকিছুর। আসল সত্যটা জানতে পারবেন। আমি অভিনেত্রী হলেও এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাকিদের মতো ক্যামেরার সামনে অভিনয় করতে পারিনা। তাই আমি সত্যিটা খুঁজি।"
