নিজস্ব সংবাদদাতা: ছেলেকে নিয়েই এখন দিন কাটছে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। সমাজমাধ্যমে একরত্তির নানা কাণ্ড কারখানার মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী।‌ স্বামী সায়নদীপের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তদের ফ্রেমবন্দি করেও অনুরাগীদের সঙ্গে ভাগ করেন রূপসা। তবে এবার নায়িকার সমাজমাধ্যমে উঠে এল মন খারাপের খবর। 

 

১৩ বছরের সঙ্গীকে হারালেন রূপসা। প্রিয় পোষ্যকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন অভিনেত্রী।‌ তাঁর পোষ্যর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনে কাটানো সেরা ১৩ বছর তোর সঙ্গে বাঁচা। তুই আমাদের জীবনে এসেছিলি, তাই আমরা তোর কাছে কৃতজ্ঞ থাকব। আজ তুই চলে গেলি আমাদের অনেক অনেক স্মৃতির পাহাড়ে ফেলে রেখে। সারা জীবন আমার বুকের মাঝে ছিলি আর থাকবিও। তোর জায়গা কারওর হবে না কোনও দিনও। আবার দেখা হবে।’

 


বাড়ির আদুরে সদস্যের বিয়োগে ভেঙে পড়েছেন অভিনেত্রী। তাঁর এই পোস্ট দেখে সমবেদনা জানিয়েছেন টলিউডের অনেকেই। প্রসঙ্গত, ছেলে একটু বড় হতেই ফের লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরেছেন রূপসা। জি ফাইভের মিনি সিরিজে অভিনয় করছেন তিনি। তাঁর সঙ্গে এই গল্পে থাকবেন শ্রুতি দাস ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ও।