নিজস্ব সংবাদদাতা: বাংলা ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এরপর একে একে ছবি, সিরিজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। কাজ করেছেন বলিউডেও। পেয়েছেন অসংখ্য প্রশংসা। বিভিন্ন চরিত্রের খাতিরে নিজেকে ভাঙা-গড়ায় বিশ্বাসী ঋতাভরী।
টলিপাড়ায় শুধু অভিনয়েই নয়, স্পষ্টভাষী বলেও পরিচিত অভিনেত্রী। তাই নিজের প্রেমও কখনও লুকিয়ে রাখেননি তিনি। সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরেছেন ঋতাভরী। এমনকী চলতি বছরে বিয়ের পিঁড়িতেও বসার কথা রয়েছে এই জুটির। প্রেম থেকে বিয়ে নিয়ে যেমন খুল্লাম খুল্লা তিনি, তেমনই সমাজমাধ্যমেও নিজের ছোট ছোট মুহূর্তেদের অনুরাগীদের সঙ্গে ভাগ করতে ভোলেন না ঋতাভরী।
