নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দেব। তবে এই বিশেষ দিনের এত ব্যস্ততার মাঝেও বাড়িতে বৃদ্ধি এবং আইবুড়ো ভাতের অনুষ্ঠান সেরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির অভিনেত্রী। 

 

দীর্ঘদিনের প্রেমিক শেখরের সঙ্গে জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী পায়েল দেব‌। পাঞ্জাবি মতে রোকার অনুষ্ঠান সেরেছেন আগেই, এবার বাঙালি মতে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। বিয়ের ঠিক আগের দিন হবু কনেকে দেখা গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে, হাতে সদ্য পরিহিত শাখা পলা। 

 

পায়েলের কথায়, "আসলে আজ বাড়িতে বৃদ্ধি ও আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল। বাড়ির সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তাই এখানে আসতে একটু দেরি হয়েছে। আসলে মুখ্যমন্ত্রী যেখানে ডাকেন সেখানে আমি থাকার চেষ্টা করি সব সময়। তাই বাড়ির সব অনুষ্ঠান সেরে কিছুক্ষণের জন্য হলেও এখানে এসেছি। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে আবার এখানে এসে বেশ ভালও লাগছে। একটু নার্ভাস সবকিছু মিলিয়ে।" 


পায়েল জানালেন একদম বাঙালি সাজে নববধূ হিসাবে বিয়ের অনুষ্ঠানে হাজির হচ্ছেন তিনি। শুধু তাই নয় কড়াইশুঁটির কচুরি, পোলাও, মাটন কষা, ভেটকি পাতুরি-সহ একাধিক বাঙালি পদ থাকছে বিয়ের মেনুতে। অর্থাৎ সাজ থেকে খাওয়া দাওয়া পুরোটাই বাঙালিয়ানায় ভরপুর। মধুচন্দ্রিমায় কোথায় যাবেন তাঁরা? পায়েলের জবাব, "আমি নিজেই এখনও সেই ব্যাপারে জানি না। শেখর বলেছে ওটা আমার জন্য সারপ্রাইজ। তাই এখনই বলা যাবে না।"