নিজস্ব সংবাদদাতা: জি বাংলার নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি' তে ক্রমশই সদস্য সংখ্যা বাড়ছে। এবার এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়। এই বাড়ির মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রোমোতে দেখা না গেলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে শুটিং শুরু করলেন ভাবনা। 

 

 

 

পুজোর সময় 'মিত্তির বাড়ি'তে ফিরছেন পরিবারের সদস্যরা, এমনটাই দেখানো হবে গল্পের শুরুতে। আদৃত রায় অভিনীত চরিত্রটির কাকার মেয়ে 'রুশা মিত্তির'-এর চরিত্রে দেখা যাবে ভাবনাকে। ভাবনার কথায়, "ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছি আমরা। এই বাড়ির মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। খানিকটা ধূসর চরিত্রে দেখা যাবে আমায়।" মিত্তির বাড়ির আসল সমস্যা দেখা গেছে প্রোমোতেই, এই সমস্যা কি আরও বাড়াতে চলেছেন রুশা? তা ধারাবাহিক শুরু হওয়ার পর দর্শকদের কাছে ধীরে ধীরে পরিষ্কার হবে। 

 

 

 

আকাশ আট চ্যানেলের 'মধুর হাওয়া' ধারাবাহিক শেষ হতেই এই ধারাবাহিকে কাজ শুরু করলেন ভাবনা। এর আগেও তাঁকে নেতিবাচক চরিত্রে দেখেছেন দর্শক। তবে এই চরিত্রটি একেবারে অন্যরকম তা জানিয়েছেন ভাবনা নিজেই।