নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে ভিন্ন ধারার গল্প।
জীবনের পাওয়া না পাওয়ার মধ্যে যে দোলাচল, সেই পরিস্থিতির শিকার যারা, তাদের নিয়েই আসছে 'সেকেন্ড উইশ'। ছবির পরিচালনায় প্রদীপ বিশ্বাস। প্রযোজনায় 'এস এস এন্টারটেনমেন্ট'। দারিদ্রতা যে কতটা কঠিন শব্দ তার মানে ব্যাখ্যা করবে এই ছবি। গল্প এগোবে একটি গ্রামকে কেন্দ্র করে। একজোড়া প্রেমিক-প্রেমিকা পরিস্থিতির শিকার হয়ে ভালবাসার উপর থেকে বিশ্বাস হারায়।
জীবনযুদ্ধে হেরে যাওয়া নয়, সব বাধা পেরিয়ে কীভাবে একফালি সুখ খুঁজে পাবে তারা? এই নিয়েই এগোবে গল্প।
ছাপোষা প্রেম, বাস্তব দর্শন সবটাই যেন হাতছানি দেবে ছবির গল্পে। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অধিরাজ গাঙ্গুলি, অর্ণা ধর ও সঞ্জীব সরকারকে। টেলিভশন জগতের পরিচিত মুখ অধিরাজ-অর্ণা।
এই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই সুন্দরবনের আশপাশের অঞ্চলে হয়ে গিয়েছে শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।
