আজকাল ওয়েব ডেস্ক: দীর্ঘ ১৬ মাস ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। শেষমেশ মৃত্যু এসে সেই লড়াই থামাল। প্রয়াত হলেন অস্কারজয়ী প্রযোজক জন ল্যান্ডাউ। বয়স হয়েছিল ৬৩।‌

সিনে দুনিয়া কাঁপানো দুই ছবি 'টাইটানিক' এবং 'অবতার'-এর অন্যতম সহ প্রযোজক তিনি। এই দুই ছবি প্রযোজনার সুবাদে অস্কার জিতে নিয়েছিলেন তিনি। জানিয়ে রাখা ভাল, বক্স অফিসের নিরিখে সর্বকালের সফল পাঁচটি ছবির তিনটি- 'টাইটানিক', 'অবতার', 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' এর প্রযোজক ছিলেন তিনি। এই তিনটি ছবির পরিচালক ছিলেন জেমস ক্যামরন। 

প্রোডাকশন ম্যানেজার হিসাবে হলিউডে পথ চলা শুরু জনের। এরপর ২৯ বছর বয়সেই হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স-এর কার্যনির্বাহী সহ সভাপতি নির্বাচিত হন তিনি। সেই সংস্থায় থাকাকালীন জেমস ক্যামেরনের সঙ্গে তাঁর আলাপ। জেমস তখন আর্নোল্ড স্যোয়েৎজানাইর্গারকে নিয়ে 'ট্রু লাইজ'-এর শুটিং করছেন। তাঁদের সেই আলাপ গড়ায় বন্ধুত্বে। ফক্স প্রযোজনা সংস্থা ছেড়ে বেরিয়ে আসার পর জেমস তাঁকে 'টাইটানিক'-এর গল্প শোনান ও প্রস্তাব দেন ছবির সহ প্রযোজনার। রাজি হয়ে যান জন। বাকিটা ইতিহাস। 

'টাইটানিক' বক্স অফিসে যে রেকর্ড তৈরি করেছিল, ১২ বছর পর সেই রেকর্ড নিজেই ভেঙেছিলেন জন। সৌজন্যে 'অবতার'। প্রয়াত প্রযোজকের সঙ্গে ক্যামেরন ব্লকবাস্টার সাই-ফাই ফ্র্যাঞ্চাইজিটির মোট পাঁচটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন।
জেমস ক্যামেরনের সঙ্গে জন ল্যান্ডাউয়ের জুটিকে বলা হতো হলিউডের 'লক্ষ্মী জুটি'। কেন বলা হত? উত্তরের জন্য কোনও পুরস্কার নেই।