সম্প্রতি এক পুরনো ভিডিও নতুন করে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া এবং ধর্মেন্দ্র-কন্যা এষা দেওলের মধ্যকার রসায়ন নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রিয়াঙ্কা ও এষার মধ্যে কি সত্যিই দ্বন্দ্ব ছিল? কী বলছে সেই ভাইরাল হওয়া ভিডিও?

 

বলিউডের অন্দরমহলের সমীকরণ যে সবসময় খুব একটা মসৃণ হয় না, এই ভিডিওটি যেন তারই এক প্রচ্ছন্ন প্রমাণ হিসেবে সামনে এসেছে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ক্লিপটি দেখে অনুরাগীদের একটি বড় অংশ দাবি করছেন, প্রিয়াঙ্কা চোপড়া সেদিন অত্যন্ত সুকৌশলে এষাকে কথা বলতে বাধা দিয়েছিলেন, যাকে অনেকেই এখন ‘প্যাসিভ অ্যাগ্রেসিভ’ আচরণ হিসেবে অভিহিত করছেন। ঘটনাটি মূলত একটি পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঞ্চে প্রিয়াঙ্কা ও এষা দুজনেই উপস্থিত। এক সময় এষা দেওল যখন মাইক হাতে নিয়ে আমিশা প্যাটেলের নাম ঘোষণা করতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই প্রিয়াঙ্কা অত্যন্ত চতুরতার সঙ্গে কথা বলা শুরু করেন অথবা মাইকের নিয়ন্ত্রণ নিজের দিকে টেনে নেন। ভিডিওর সেই বিশেষ মুহূর্তে এষার মুখের অভিব্যক্তি ছিল দেখার মতো। তিনি কিছুটা অপ্রস্তুত এবং হতভম্ব হয়ে পড়েছিলেন বলে মনে করছেন নেটিজেনরা। অন্যদিকে, আমিশা মঞ্চে এলে প্রিয়াঙ্কাকে এড়িয়ে পুরস্কারটি তাড়াতাড়ি আমিশার হাতে তুলে দেন এষা। 

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নানা মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। একজন নেটিজেন লিখেছেন, 'প্রিয়াঙ্কা যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন, তা আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও এর গভীরে ছিল এক ধরণের আধিপত্য বিস্তারের চেষ্টা।' অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন, 'এষাকে তো এক প্রকার মুখ খোলার সুযোগই দেওয়া হল না। বলিউডে এই ধরণের রেষারেষি বা একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা নতুন কিছু নয়, তবে প্রিয়াঙ্কার এই রূপটি সত্যিই অবাক করার মতো।'

অনেকের মতে, প্রিয়াঙ্কা চোপড়া প্রথম থেকেই নিজের কেরিয়ার ও ব্যক্তিত্ব নিয়ে অত্যন্ত সচেতন। তাই মঞ্চে নিজের উপস্থিতি জোরালো করতে গিয়ে হয়তো তিনি অবচেতনভাবেই এষার সুযোগ কেড়ে নিয়েছিলেন। তবে এক্ষেত্রে এষার অনুরাগীরা এতে বেশ ক্ষুব্ধ। তাঁদের দাবি, একজন সহকর্মীর প্রতি আরও কিছুটা বিনয়ী হওয়া উচিত ছিল 'দেশি গার্ল'-এর। যদিও প্রিয়াঙ্কার অনুরাগীরা একে নিছকই ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দিচ্ছেন।